Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাতলা নেভি-ব্লু গাউনে উষ্ণ আবেদনময়ী ছবি শেয়ার করলেন ক্রিতি শ্যানন

কৌশিক পোল্ল্যে: হিন্দি ছবিতে অভিনয় করার সাথে সাথে যদি কেউ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন, তিনি ক্রিতি শ্যানন। স্বল্পদিনের কেরিয়ারেই বলিউডে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।…

Avatar

কৌশিক পোল্ল্যে: হিন্দি ছবিতে অভিনয় করার সাথে সাথে যদি কেউ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন, তিনি ক্রিতি শ্যানন। স্বল্পদিনের কেরিয়ারেই বলিউডে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : গায়িকা নেহা কক্কর এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে? জেনে নিন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিনেমার সঙ্গে সম্পর্কযুক্ত পরিবার থেকে না আসায় কেরিয়ারের শুরুতে খানিকটা বেগ পেতে হয় ক্রিতিকে। তবুও নেমোটিজমের সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন তিনি, সম্ভবত এই কারনেই ইন্ডাস্ট্রিতে তার বন্ধুসংখ্যা শূন্য।

প্রথম থেকেই সচেতন ক্রিতি খুব ভেবেচিন্তে সিনেমার চয়ন করেছেন এজন্য স্বল্প অবসরেই তার ঝুলিতে চকচক করছে বেশকিছু সেরার সেরা অ্যাওয়ার্ড।

আরও পড়ুন : প্রেমের জোয়ারে ভাসলেন মধুমিতা মৈত্র, নতুন চমক আসছে শীঘ্রই

সম্প্রতি ‘ফিল্মিজ্ঞান’ থেকে তার একটি ছবি ভাইরাল হয়। পাতলা নেভি-ব্লু গাউনে তার লাস্যময়ী লুক মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে। ছবির সঙ্গে তার মানানসই পোজ ও উষ্ণ আবেদনময়ী নজর ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ক্রিতির এই নতুন ছবিটি একবার দেখে নিতেই পারেন আপনিও।

About Author