‘বাজিরাও মাস্তানি’র অন্যতম জনপ্রিয় ও ট্রেন্ডিং গান ‘পিঙ্গা’। সম্প্রতি এই গানের তালেই দেখা গিয়েছে দৃশ্যা রঘুরাম ও নেহা ধর্মাপূরামকে। এদিনের ঝলকে একটি রাজকীয় জায়গা নির্বাচন করেছিলেন তারা। সেজেছিলেন রাজকীয় সাজেও। পরেছিলেন ভারি ভারি গয়না। একই ধরনের সিল্কের শাড়ি পরতেও দেখা গিয়েছিল তাদের। ক্যামেরার সামনে নাচের সিগনেচার স্টেপ দক্ষতার সাথেই পরিবেশন করেছিলেন দৃশ্যা ও নেহা। নেটজনতার একাংশের মতে নিজেদের নাচের প্রতিভার সূত্র ধরে পর্দার প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনকেও রীতিমতো টেক্কা দিয়ে গিয়েছেন তারা। তাদের এই ঝলক যে প্রশংসায় তাদের ঝোলা ভরিয়ে দিয়েছে, সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে।View this post on Instagram
(Dance Video) দীপিকা-প্রিয়াঙ্কাকেও হার মানালো এই দুই ক্লাসিকাল নৃত্যশিল্পী, দেখে থমকে যাবেন
২০১৫ তে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'বাজিরাও মাস্তানি' মুক্তি পেয়েছিল বড়পর্দায়। চূড়ান্ত সফলতার সাথে গোটা বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল এই রণবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'বাজিরাও মাস্তানি'। সমগ্র…

আরও পড়ুন