Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই ৬ সিটার টয়োটা গাড়িটি ফুলের মতো, মাত্র ২ লাখে আপনার হয়ে যাবে

ভারতের গাড়ির বাজারে Toyota সবথেকে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে এই কোম্পানির সবকটি গাড়ি বেশ ভালোভাবেই বিক্রি হয়েছে এবং যেকোনো সেগমেন্টে Toyota এখন ভারতীয় অন্যান্য গাড়ির…

ভারতের গাড়ির বাজারে Toyota সবথেকে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে এই কোম্পানির সবকটি গাড়ি বেশ ভালোভাবেই বিক্রি হয়েছে এবং যেকোনো সেগমেন্টে Toyota এখন ভারতীয় অন্যান্য গাড়ির কোম্পানিগুলিকে জবরদস্ত টক্কর দিচ্ছে। নিজের সেগমেন্টে সবথেকে জনপ্রিয় গাড়ি হল টয়োটা ফরচুনার। অন্যান্য গাড়ি থাকলেও ভারতীয়রা এই গাড়ি সবথেকে বেশি কেনেন এসইউভি সেগমেন্টে। এছাড়া কোম্পানি সবথেকে সস্তা গাড়ি হল টয়োটা গ্লানজা। এই গাড়িটিও একইভাবে ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। তবে এবারে সারা বিশ্বে লঞ্চ হয়ে গিয়েছে কোম্পানির সব থেকে দামি গাড়ি টয়োটা ভেলফায়ার। এটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। ভারতসহ সারা বিশ্বে নতুন অবতারে এই গাড়িটিকে লঞ্চ করেছে টয়োটা। মিডিয়া রিপোর্ট অনুসারে ইতিমধ্যেই বেশকিছু বুকিং হয়ে গিয়েছে এই গাড়ির। বলা হচ্ছে, শোরুমে যে সমস্ত গাড়ি ছিল তার বুকিং প্রায় শেষ। অনেকেই তাদের নতুন গাড়িকে আপগ্রেড করার জন্য পেমেন্ট করে ফেলেছেন। ডিলারশিপের উপর নির্ভর করে এই গাড়ির বুকিং করতে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। মনে করা হচ্ছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই গাড়ির ডেলিভারি শুরু হয়ে যাবে।

Toyota Vellfire গাড়িতে আপনারা ৩ মিটার লম্বা হুইল বেস পেয়ে যাবেন যাতে খুব সহজেই ছয় জন বসতে পারবেন। এই গাড়িটির সামনের অংশ জুড়ে স্ল্যাট গ্রিল দেখতে পাবেন আপনি। অন্যদিকে ভিতরের পুরো অংশে আপনারা বোতামযুক্ত একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। বড় টাচ স্ক্রিন দেওয়া রয়েছে এই গাড়িতে। ফলে সমস্ত ধরনের এন্টারটেইনমেন্ট সিস্টেম আপনি এই গাড়িতে ব্যবহার করতে পারবেন। এই গাড়িটি আগের থেকে অনেকটা বেশি উন্নত বলে দাবি করেছে Toyota। অনেক বেশি আরামদায়ক সিট ডিজাইন, একাধিক নিয়ন্ত্রণের জন্য ওভারহেড কনসোল, একটি দুর্দান্ত এসি-ভেন্ট এবং একটি পুল ডাউন সানসেট ডিজাইন করা হয়েছে এই গাড়ির জন্য। যারা দ্বিতীয় সারিতে বসবেন তাদের জন্য একটা পৃথক ক্যাপ্টেন সিট তৈরি করা হয়েছে। তার পাশাপাশি বায়ু চলাচলের জন্য একটি কন্ট্রোল প্যানেল থাকছে। ওয়েদার নিয়ন্ত্রণের জন্য সিস্টেম রয়েছে দ্বিতীয় সারিতে। এছাড়াও মিডিয়া কন্ট্রোলের জন্য ডিটাচেবল কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িটি দুটি ইঞ্জিন বিকল্পের সাথে আসছে। প্রথমটি হল একটি টার্বো চার্জ ২.৪ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন যা ২৭৫ হর্স পাওয়ার ক্ষমতা এবং ৪৩০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। দ্বিতীয় ইঞ্জিনের বিকল্পটি হল ২.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন, যার সর্বাধিক ক্ষমতা ২৫০ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করা। এই দুটি ইঞ্জিন একটি সিভিটি ট্রান্সমিশনের সাথে যুক্ত। এই গাড়ির বর্তমান দাম ৯৪.৪৫ লক্ষ টাকা।

About Author