Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Post Office Scheme: এই স্কিমগুলো পাবেন শুধু পোস্ট অফিসেই, সুদের হার ৮%-এর বেশি!

যারা নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের গ্যারান্টি সহ বিনিয়োগ করা পছন্দ করেন, তারা বিনিয়োগ করার জন্য অনেক সময় ব্যাঙ্কের ওপর ভরসা করেন। ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও অনেক স্কিম চালানো হয়। অনেক…

Avatar

যারা নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের গ্যারান্টি সহ বিনিয়োগ করা পছন্দ করেন, তারা বিনিয়োগ করার জন্য অনেক সময় ব্যাঙ্কের ওপর ভরসা করেন। ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও অনেক স্কিম চালানো হয়। অনেক স্কিমে ব্যাঙ্কের চেয়ে ভাল সুদ দেওয়া হয়। সরকার প্রতি ত্রৈমাসিকে পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সংশোধন করে। তবে, ২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ এই ত্রৈমাসিকেও বিদ্যমান সুদের একই হার কার্যকর থাকবে। যদি পোস্ট অফিসের কোনও স্কিমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ভাল করে দেখে নিন কোন স্কিমে কতো সুদ পাওয়া যাচ্ছে।

Post Office স্কিমের সুদের হার

  • পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট- ৪%
  • ১ বছরের টাইম ডিপোজিট- ৬.৯%
  • ২ বছরের টাইম ডিপোজিট- ৭.০%
  • ৩ বছরের টাইম ডিপোজিট- ৭.১%
  • ৫ বছরের টাইম ডিপোজিট- ৭.৫%
  • ৫ বছরের রেকারিং ডিপোজিট- ৬.৭%
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- ৮.২%
  • মাসিক আয় প্রকল্প- ৭.৪%
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম- ৭.১%
  • সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট- ৮.২%
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- ৭.৭%
  • কিষাণ বিকাশ পত্র- ৭.৫%
  • মহিলা সম্মান সঞ্চয়পত্র- ৭.৫%

কিছু স্কিম শুধু পোস্ট অফিসেই পাওয়া যায়

জেনে রাখা ভাল, এমন অনেক স্কিম রয়েছে যেগুলো শুধু পোস্ট অফিসেই পাওয়া যায়। ব্যাঙ্কে গেলে এই সুবিধাগুলো পাবেন না। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, মাসিক ইনকাম স্কিম হল এমন কিছু বিনিয়োগের বিকল্প যেগুলোর সুবিধা শুধুমাত্র পোস্ট অফিস থেকেই প্রদান করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

these post office schemes have best interest

বিশেষ দু’টো স্কিম

National Savings Certificates, Mahila Samman Savings Certificate প্রকল্প দু’টো সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। মহিলা সম্মান সঞ্চয়পত্র স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোর্টফোলিওতেও অন্তর্ভুক্ত রয়েছে। মহিলাদের আর্থিকভাবে সবল করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে।

About Author