জীবনযাপন

Hair Care Tips: এই প্রাকৃতিক উপায়ে চুলের সমস্যা দূর করুন, চুল হবে ঘন, এইভাবে ব্যবহার করুন

Advertisement

Advertisement

মানব শরীরের প্রতিটি অঙ্গের নিজস্ব গঠন, বরণ ও গুন আছে। তাই একটি মানুষ তখনি পূর্ণাঙ্গ সুন্দর হয় যখন তার সকল অঙ্গ সুন্দর ও আকর্ষণীয় দেখায়। তেমনই বিশেষ করে সৌন্দর্য্য ফুটিয়ে তোলার ভূমিকা আছে চুলেরও। তাই সবার নিজের চুলের যত্ন নেওয়া দরকার। যখন চুল ঘন ও লম্বা হয় তখন খুব সুন্দর দেখায়। ঘন চুল আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলার ক্ষমতা রাখে।

Advertisement

কিন্তু কেউ কেউ সহজে ও কম সময়ে চুলের যত্ন নেওয়ার জন্যে কেমিক্যালযুক্ত পণ্যের ব্যবহার করে থাকেন। যা চুলের যত্নের চেয়ে অনেক বেশি ক্ষতি করে এবং এসব কেমিক্যাল সমৃদ্ধ পণ্যের কারণে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। যে সব প্রাকৃতিক উপায় আমাদের চুলকে ঘন করে তুলতে পারে।আসুন এখানে আপনাদের সেইসব কথা বলি কিভাবে আপনি আপনার চুল ঘন করতে পারেন?

Advertisement

এই নিম্ন লিখিত প্রাকৃতিক উপায়গুলো ব্যাবহার করে ঘরে বসেই চুলের যত্ন নিতে পারেন আপনিও-

Advertisement

১) ঘৃতকুমারীর উপকারিতা:-

ঘৃতকুমারী বা অ্যালোভেরা চুলের জন্যে খুব উপকারী একটি ভেষজ। এটি চুলকে ময়েশ্চারাইজ করে এবং পুষ্টি জোগায়। ঘৃতকুমারী চুল পড়ার সমস্যা দূর করতেও সক্ষম। এটির ব্যাবহার এমন একটি প্রাকৃতিক প্রতিকার যা চুল পড়ার সমস্যা দূর করতে দারুন কাজ করে। মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন, তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটির ব্যবহারে চুল পড়ার সমস্যা দূর হয়। এর সাথে, চুল নরম ও ঝলমলে হয়ে ওঠে।

২) আমলা, রীথা এবং শিকাকায়ের গুন:-

অনেক কাল থেকে, সভ্য মানুষ শ্যাম্পুর আকারে আমলা, রিঠা এবং শিকাকাই ব্যবহার করে আসছে, এটি চুলের পরিমাপ বাড়াতে সহায়ক এবং চুলকে নরম ও চকচকে করে। এই শ্যাম্পু বানাতে আমলা রিঠা ও শিকাকাই নিয়ে সমপরিমাণ জলে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে মিশ্রণটি আপনার চুলে লাগান। এই পেস্ট লাগিয়ে কিছুখন রাখতে হবে। ১৫মিনিট পর সাধারণ জল দিয়ে মাথা ধুতে হবে। এটির ব্যাবহারে চুলের গোড়া মজবুত হয় এবং চুলে প্রচুর ভলিউম যোগ হয়।

৩) ত্রিফলার ব্যাবহার:-

ত্রিফলা চূর্ণকে চুল মজবুত করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে ব্যবহার করা হয় অনেক যুগ আগে থেকে। এতে আমলোকি, হরিতকির মতো উপকারী ও সক্রিয় উপাদান রয়েছে। ত্রিফলা গুঁড়ো নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে মালিশ করতে পারেন। কিন্তু বেশি উপকার হয় এটি ডায়েটে অন্তর্ভুক্ত করলে, কারণ আপনার চুলের স্বাস্থ্য আপনার খাদ্যের ও হজম প্রক্রিয়ার উপর নির্ভর করে।অন্যদিকে ত্রিফলা গুঁড়ো আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে আপনি যে কোনো খাবার সহজে হজম করতে ও তার পুষ্টি বেশি করে পেতে পারেন। এবং এইসব পুষ্টির ফলে চুলের আয়তন, সৌন্দর্য্য ও ঘনত্বও বৃদ্ধি পাবে। তাই প্রতিদিন খালি পেতে গরম জলের সঙ্গে ত্রিফলা চূর্ণ মিশিয়ে পান করুন।

৪) পেঁয়াজের রস:-

পেঁয়াজ একটি খুব উপকারী প্রাকৃতিক ভেষজ, এর অনেক গুন রয়েছে। তেমনই একটি হলো চুল পড়া থেকে রক্ষা করা। এর জন্যে একটি বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট তৈরি করে, চুলের গোড়ায় পোস্টটি নিয়ে মালিশ করতে হবে। কিছু সময় রেখে ভালো করে শাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু দিন এই প্রক্রিয়াটি ব্যাবহার করুন। পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করে, চুল পড়া প্রতিরোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। এর ফলে চুলের ঘনত্ব বারে ও চুল তাড়াতাড়ি লম্বা হয়।

এই তথ্যের যথার্থতা, সময়োপযোগীতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এটা ভারত বার্তার নৈতিক দায়িত্ব নয়। দয়া করে কোনো প্রতিকার চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করছি আমরা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা।

Recent Posts