Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাটার গাড়িকে টেক্কা দিয়ে ভারতে ১ নম্বরে Maruti Suzuki এর এই গাড়ি, রয়েছে দুর্দান্ত ফিচার এবং মাইলেজ

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয়…

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। বিশেষ করে সাধ্যের মধ্যে দামে বেশি মাইলেজের বিভিন্ন হ্যাচব্যাক গাড়ি এই কোম্পানির বিশেষত্ব। এমনকি মারুতি সুজুকির বাজেট মূল্যের গাড়ির সামনে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারে না দেশীয় কোম্পানি টাটাও। সম্প্রতি Maruti Suzuki এর নতুন Brezza টেক্কা দিচ্ছে টাটা নেক্সনকেও।

আসলে ভারতীয় গ্রাহকদের যেমন দরকার স্টাইল ও প্রিমিয়াম ফিনিশ, ঠিক তেমনই দরকার সাধ্যের মত দাম। আর এই কথা মাথায় রেখেই হয়তো নতুন নতুন গাড়ি লঞ্চ করছে মারুতি সুজুকি কোম্পানি। এই কোম্পানি এমন গাড়ি লঞ্চ করছে যাতে রয়েছে দুর্দান্ত মাইলেজ এবং স্টাইলিশ লুক। ইতিমধ্যেই মারুতি সুজুকি ব্রেজা অটোমোবাইল মার্কেটে জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে। আপনি শুনলে অবাক হবেন গত মাসে এই গাড়িটির ১৫ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে। যেখানে tata nexon অনেকটাই পিছিয়ে রয়েছে। প্রায় প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ ব্রেজা বুক করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় বাজারে মারুতি সুজুকি Brezza চারটি ভেরিয়েন্টে উপলব্ধ। এতে ১.৫ লিটারের K15C পেট্রল ইঞ্জিন আছে যা ১০৩ Bhp পাওয়ার ও ১৩৭ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রিমিয়াম ফিচার। এই গাড়িটির এক্সশোরুম মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা। গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টও উপলব্ধ। এটি অনেকটাই জ্বালানি সাশ্রয়ী এবং বেশি মাইলেজ দিতে সক্ষম।

About Author