Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একচার্জে এই ইলেকট্রিক স্কুটি চলবে ১০৫ কিমি, মাত্র ৫০ হাজার টাকায় কিনে নিলে পেট্রোলের খরচার চিন্তা দূর হয়ে যাবে

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই…

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে স্টার্টআপ ইভি ব্র্যান্ড Raftar। এই কোম্পানি এমন একটি ইলেকট্রিক বাইক আনতে চলেছে যা টক্কর দিতে পারবে যেকোনো পেট্রোলের বাইককেও। এই কোম্পানির নতুন বাইকের নাম Raftar Galaxy। এই ইলেকট্রিক বাইকের দাম ও স্পেসিফিকেশন শুনলে আপনি অবাক হয়ে যাবেন।

অনেক কম খরচে এবার Raftar কোম্পানি যে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে, তাতে একদিকে পাবেন সুপার পারফরম্যান্স ও অন্যদিকে এতে রয়েছে নতুন নতুন প্রযুক্তির সমাহার। এটিতে নন রিমুভেবেল ৬০V/৩৬Ah ব্যাটারি রয়েছে। এটি ২৫০ ওয়াটের বিএলডিসি মোটরের সাথে সংযুক্ত। এই স্কুটারটি একবার চার্জে ১০৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে। যদি এটি দ্রুত চার্জ করা হয় তবে ব্যাটারি ১ থেকে ২ ঘন্টার মধ্যে পূর্ণ হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে টেলিস্কোপিক সাসপেনশন, ডিজিটাল এফএম, এলইডি, অ্যান্টি-থেফট স্মার্ট লক, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, এক্সটার্নাল চার্জিং পোর্ট রয়েছে। এতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এটিতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও রয়েছে। স্কুটারের সামনে এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেকও লাগানো হয়েছে। এবার ভাবছেন এই স্কুটি নিশ্চয় অনেক দামী হবে। কিন্তু আসলে এই রাফতার গ্যালাক্সি ইলেকট্রিক স্কুটারের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাত্র ৫০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন এই স্কুটি। এই কোম্পানির পরিষেবা গোটা দেশে উপলব্ধ।

About Author