Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Business Idea: 20 হাজারেই বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মোটা লাভ নিশ্চিত

ব্যবসায় লাভের অঙ্কের কথা চিন্তা করে বর্তমানে বহু মানুষ পা বাড়াচ্ছেন ব্যবসার (Business Ideas) দিকে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। সরকারি বা বেসরকারি চাকরিতে বেতনও ধরাবাঁধা। তাই উপরি আয়ের…

Avatar

By

ব্যবসায় লাভের অঙ্কের কথা চিন্তা করে বর্তমানে বহু মানুষ পা বাড়াচ্ছেন ব্যবসার (Business Ideas) দিকে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। সরকারি বা বেসরকারি চাকরিতে বেতনও ধরাবাঁধা। তাই উপরি আয়ের জন্য ব্যবসার দিকেও ঝুঁকছেন অনেকে। কিন্তু ব্যবসা শুরু করব বললেই তো করা যায় না। কোন ব্যবসায় কেমন লাভ, বিনিয়োগের অঙ্ক দেখেশুনে তারপরেই পা বাড়ানো উচিত। এই প্রতিবেদনে তাই খোঁজ রইল এমন কিছু ব্যবসার যেগুলি কম টাকাতেই শুরু করা সম্ভব।

এখন পাটের তৈরি ব্যাগ, কাপড়ের বাহারি পোশাক তৈরির ব্যবসা বেশ জনপ্রিয়তা পেয়েছে। কম মূলধনে ভালো লাভ পাওয়া যায় এই ব্যবসাগুলিতে। আসলে এখন পরিবেশের কথা চিন্তা করে প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে দেওয়া হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাটের ব্যাগের চাহিদা বাড়ছে ক্রমশ। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা পাটের ব্যাগ তৈরির ব্যবসা করতেই পারেন। এই ব্যাগ তৈরি করাও সহজ আর খুব বেশি মূলধনও লাগে না এই ব্যবসায়। ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই এই ব্যবসা শুরু করা যায়। তেমনি খুব অল্প পরিসরেই পাটের ব্যাগ তৈরির ব্যবসা করা সম্ভব। এতে লাভও হবে বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পোশাকে এমব্রয়ডারি বর্তমানে ফ্যাশন স্টেটমেন্টে উপরের দিকে রয়েছে। মহিলা এবং পুরুষদের পোশাকেও এমব্রয়ডারি ওয়ার্ক নজর কাড়ছে। বাড়ছে চাহিদা। আর চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলেই লাভ। তাই কাপড়ের উপরে ডিজাইন করার ব্যবসাও এখন বেশ চর্চায় রয়েছে। বিশেষ করে মহিলারা বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। খুব বেশি পুঁজিরও প্রয়োজন নেই এই ব্যবসা শুরু করতে।

শুরু করতে পারেন ব্রেকফাস্টের খাবারের ব্যবসাও। এই ব্যবসার সুবিধা হল, এটি যেকোনো সময় যেকোনো জায়গায় শুরু করা যায়। এই ব্যবসায় সবকিছু নিখুঁত ভাবে করার বাধ্যবাধকতা থাকে না। তাই নতুন ব্যবসায়ীরাও নির্ভয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। তবে এই ব্যবসার মূল ভিত্তি যেহেতু খাবার, তাই তা যেমন সুস্বাদু হওয়া প্রয়োজন, তেমনি খাবারের মানের দিকেও রাখতে হবে নজর। তবেই হবে ব্যবসার নাম, বাড়বে লাভ। গ্রাহক নিজেই আসবে ব্যবসায়ীর কাছে। কম বিনিয়োগে প্রচুর টাকা লাভের সুযোগ রয়েছে এই ব্যবসা থেকে।

About Author