বলিউডবিনোদন

Bollywood: ভারতে বসবাস করেও ভোটাধিকার নেই এই তারকাদের, জেনে নিন কী কারণ

×
Advertisement

বলিউডের সমস্ত তারকারাই কারণে অকারণে প্রায়ই চর্চার আলোয় থাকেন। তাদের অভিনয় থেকে ব্যক্তিগত জীবন কোনটাই চর্চার বাইরে নয়। প্রিয় বলি তারকাদের পর্দায় এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অগণিত দর্শকরা। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বলিউডের বড়পর্দার নামিদামি প্রথম সারির তারকা হওয়া সত্বেও এমন কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারেননি। এমনকি এদেশে ভোট দেওয়ার অধিকারও তাদের নেই। এই মুহূর্তে এই নিবন্ধের মাধ্যমে তেমনি কয়েকজন বলি তারকাদের নাম উঠে এসেছে প্রকাশ্যে।

Advertisements
Advertisement

১) অক্ষয় কুমার: বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেতা। পর্দায় একাধিক দেশ ভক্তির ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। কিন্তু ভারতের নাগরিকত্ব নেই তার ঝুলিতে। এখনো কানাডারই নাগরিক তিনি।

Advertisements

২) দীপিকা পাডুকোন: বলিউডের নামি তারকা হলেও আজ পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাননি তিনি। আজকের দিনে দাঁড়িয়েও তিনি ডেনমার্কের নাগরিকই রয়েছেন। বলিউডের প্রথম সারির তারকা হওয়া সত্বেও ভারতে ভোট দেওয়ার অধিকার তার নেই।

Advertisements
Advertisement

৩) জ্যাকলিন ফার্নান্ডেজ: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও ভারতের নাগরিক নন জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীর বাবা এলরয় ফার্নান্ডেজ শ্রীলঙ্কান তামিলিয়ান। সেই সূত্রেই শ্রীলঙ্কার নাগরিকত্ব রয়েছে অভিনেত্রীর কাছে। বলিউডের পর্দার অন্যতম সেনসেশন হলেও নাগরিক হিসেবে এখনো নাগরিকত্বের তালিকায় নাম ওঠেনি তার।

৪) ক্যাটরিনা কাইফ: এই মুহূর্তে মিডিয়ার অন্যতম সেনসেশনাল জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। নিজেদের রসায়নের সূত্রে প্রায়ই চর্চায় থাকেন তারা। হংকং’এ জন্ম হয়েছে অভিনেত্রীর। তবে তার বাবা কাশ্মীরের হলেও এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাননি ক্যাটরিনা কাইফ। ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও এখনো তিনি ব্রিটেনেরই নাগরিক রয়েছেন।

৫) আলিয়া ভাট: খুব সম্প্রতি মা হয়েছেন আলিয়া ভাট। কাপুর পরিবারের পুত্রবধূ ও বলিউডের প্রথম সারির তারকা হওয়া সত্বেও ভারতে ভোট দেওয়ার অধিকার তার নেই। কারণ মা সোনি রাজদানের মতো তিনি এখনো ব্রিটেনেরই নাগরিক।

Related Articles

Back to top button