Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood: যেসব নায়িকারা অজয় দেবগণের সাথে অভিনয় করেনি!

১৯৯১ সালে ' ফুল অউর কাঁটা'চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবনে পা রাখেন অভিনেতা অজয় দেবগণ। কখনো বলিউডের সিংঘম তো কখনো তানাজি। বহু বছর ধরে বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন…

Avatar

১৯৯১ সালে ‘ ফুল অউর কাঁটা’চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবনে পা রাখেন অভিনেতা অজয় দেবগণ। কখনো বলিউডের সিংঘম তো কখনো তানাজি। বহু বছর ধরে বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। অনেক অভিনেত্রী অজয়ের সাথে অভিনয় আজ নিজের কেরিয়ারে সাফল্য পেয়েছেন। বহু আপকামিং নায়িকা অজয়ের সাথে অভিনয় করার জন্য মুখিয়ে থাকে। কিন্তু বলিউডের তিন সুন্দরী আছে যারা কোনোদিন অজয়ের সাথে স্ক্রিন শেয়ার করেনি। তবে অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করার ইচ্ছা প্রকাশ করেননি। এই তিন অভিনেত্রী বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের মধ্যে একজন।

১.দীপিকা পাডুকোনঃ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউডের মাস্তানি বলা হয় দীপিকাকে। দীপিকা ‘ ইয়ে জওয়ানি হে দিওয়ানি’ ‘ চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘রাম লীলা’, ‘পিকু’র মতো হিট সিনেমা দিয়েছে। শাহরুখ, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, রণবীর সিং এর সাথে কাজ করলেও অজয় ​​দেবগণের সাথে স্ক্রিন শেয়ার করেননি। এখন দীপিকা শাহরুখ আর জন আব্রাহামের সাথে ‘পাঠান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন।

২.ক্যাটরিনা কাইফঃ

ক্যাটরিনা শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয় সকলের সাথে অভিনয় করেছেন। তবে কখনো অজয়ের সাথে জুটি বেঁধে কাজ করেননি। তবে সিংঘম ছবিতে প্রথম চয়েস ছিল ক্যাটের। তবে ক্যাটের সময় না হওয়ার জন্য তিনি এই ছবিতে অভিনয় করতে পারেননি অভিনেত্রী। তবে অক্ষয় কুমারের সাথে শেষবার সূর্যবিংশম ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। এই ছবিতে অজয় থাকলেও জুটি বেঁধে কোনো দিন অভিনয় করেননি ক্যাটরিনা। বর্তমানে ভাইজানের সাথে জুটি বেঁধে টাইগার ৩-এ কাজ করছেন।

৩.প্রিয়াঙ্কা চোপড়াঃ

প্রিয়াঙ্কা নিজের কেরিয়ার বলিউডে শুরু করলেও এখন হলিউডেও সমান তালে কাজ করছেন। দেশি গার্ল এবং আন্তর্জাতিক আইকন প্রিয়াঙ্কা দেশের প্রায় সব বড় তারকার সাথে কাজ করেছেন তবে তিনি এখনও অব্দি অজয় ​​দেবগনের সাথে স্ক্রিন ভাগ করেননি। শোনা গিয়েছে যে অজয়ের সাথে কাজ করার জন্য তিনি বেশ কয়েকটি অফার পেয়েছিলেন তবে তিনি দীর্ঘদিন ধরে তা আটকে রেখেছিলেন। শেষ পর্যন্ত কাজ করা আর হয়নি।

উল্লেখ্য,গত এপ্রিল মাসে প্রযোজক হিসেবে অজয় ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন। এপ্রিলে ডিজনি হটস্টার-এ মুক্তি পেয়েছে অজয় দেবগনের প্রযোজনা সংস্থার ছবি ‘ দ্য বিগ বুল ‘। এই ছবিটি বেশ প্রশংসা পেয়েছে। এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে ‘ ডেবিউ ‘ করতে চলেছেন অজয় । জনপ্রিয় ব্রিটিশ শো ‘লুথার’ এর রিমেকের মাধ্যমেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অজয়।
এছাড়া অজয় মে ডে’ ছবি পরিচালনা করছেন। শুধু পরিচালনা নয়, পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করছেন এই তারকা। ‘মে ডে’-তে অজয়ের পাশাপাশি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অমিতাভ বচ্চন,রকুল প্রীত সিংকে।’মে ডে’ ছাড়াও অজয়ের পাইপলাইনে রয়েছে ‘থ্যাংক গড’,’আরআর আর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা। এই সময় অজয় বেশ ব্যস্ত নিজের কাজ নিয়ে।

About Author