Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

বলিউডের তারকাদের বিশেষ করে অভিনেত্রীদের 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'এর বাইরে রয়েছে একরাশ সত্যি। অনেকসময় বলিউডের একাধিক অভিনেত্রীরা হাসিমুখে ক্যামেরার সামনে থাকলেও, অফ-ক্যামেরা অর্থাৎ ব্যাক্তিগত জীবনে সহ্য করতে হয় অনেক লাঞ্ছনা। সম্প্রতি তেমনি বেশ…

Avatar

বলিউডের তারকাদের বিশেষ করে অভিনেত্রীদের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’এর বাইরে রয়েছে একরাশ সত্যি। অনেকসময় বলিউডের একাধিক অভিনেত্রীরা হাসিমুখে ক্যামেরার সামনে থাকলেও, অফ-ক্যামেরা অর্থাৎ ব্যাক্তিগত জীবনে সহ্য করতে হয় অনেক লাঞ্ছনা। সম্প্রতি তেমনি বেশ কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এসেছে প্রকাশ্যে। যারা বিবাহিত জীবনে সুখী হতে পারেননি। পাশে পাননি নিজেদের জীবনসঙ্গীকেও। জেনে নিন তারা করা !

১) কারিশ্মা কাপুর: অভিষেক বচ্চনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই সুঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে তাদের সেই বিয়ে ভেঙে যায় ১৩ বছরের মাথায়। বিচ্ছেদের কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছিলেন, কারণে অকারণে তার গায়ে হাত তুলতেন তার স্বামী। এমনকি সুঞ্জয়ের মাও এই পুরো ব্যাপারটি সামনে থেকে দেখে কিছু বলতেন না । পরবর্তীকালে নিজের ছেলেমেয়েদের সাথে নিয়ে চলে আসেন অভিনেত্রী। পাশাপাশি বিচ্ছেদ নিয়ে নেন সুঞ্জায়ের থেকেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

২) রতি অগ্নিহোত্রী: ৮০’র দশকে বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ‘এক দুজে কে লিয়ে ‘ খ্যাত অভিনেত্রী তিনি। অনিল ভিরওয়ানীর সাথে ১৯৮৫’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ এনে ২০১৫’তে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়ে নেন তিনি।

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

৩) ডিম্পি গাঙ্গুলী: অভিনয় জগৎ’এর পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ ভালোই পরিচিতি রয়েছে। রিয়্যালিটি শো এন্টারটেনার রাহুল মহাজনকে ২০১০’এ নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে ২০১৫’তেই তার থেকে বিচ্ছেদ নিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। এমনকি গায়ের ক্ষত নিয়ে হাজিরও হয়েছিলেন মিডিয়ার সামনে। উল্লেখ্য, ঐ বছরই নিজের বর্তমান স্বামী রোহিত রায়ের সাথে আংটি বদল করেছিলেন ডিম্পি।

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

৪) শ্বেতা তিওয়ারি: শ্বেতা জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী। দর্শকমহলেও ভালো অভিনেত্রী হিসাবে সুনাম রয়েছে তার। তিনি দুবার নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছিলেন। কিন্তু দুবারই বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। প্রথমে রাজা চৌধুরীর সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। পরে তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মারধরের ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শ্বেতা। এরপরে অভিনব কোহলির সাথে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধেও একটা সময় গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি। বর্তমানে তারা দুজনেই আলাদা থাকেন।

কখনও স্বামী আবার কখনও প্রেমিক, ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এই অভিনেত্রীরা

About Author