Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালবৈশাখী আসছে! রাজ্যের ১০ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলে, সর্তকতা হাওয়া অফিসের

ফেব্রুয়ারি মাস থেকেই তীব্র দাবদাহে অস্থির গোটা বঙ্গবাসী। বসন্তকালে এমন গরম অবাক করেছে সকলকেই। দুপুরে শহর কলকাতার রাস্তায় গনগনে তাপ অনুভূতি হচ্ছে। এবার প্রসঙ্গ উঠে এসেছে কালবৈশাখীর। গরমের মধ্যে একটু…

Avatar

ফেব্রুয়ারি মাস থেকেই তীব্র দাবদাহে অস্থির গোটা বঙ্গবাসী। বসন্তকালে এমন গরম অবাক করেছে সকলকেই। দুপুরে শহর কলকাতার রাস্তায় গনগনে তাপ অনুভূতি হচ্ছে। এবার প্রসঙ্গ উঠে এসেছে কালবৈশাখীর। গরমের মধ্যে একটু স্বস্তি দিতে পারে এই কালবৈশাখী। আজ শনিবার সপ্তাহন্তের বিকেলে রাজ্যে কি মরশুমের প্রথম কালবৈশাখী হতে চলেছে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে হতে পারে এই নতুন বছরের প্রথম কালবৈশাখী। শনিবার রাজ্যের ১০ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এমনকি গতকাল রাতে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরের কিছু জেলায় বৃষ্টিও হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হতে পারে এবং বিকেলের দিকে মরশুমের প্রথম কালবৈশাখী দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে বৃষ্টি হবে। তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টি বা কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের তাপমাত্রার বড় ফারাক এর কোনো সম্ভাবনা নেই।

About Author