Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আম আদমি পার্টির সদস্য কপিল, ছবিতে মিলল প্রমান : দিল্লি পুলিশ

শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কপিল গুজ্জর আম আদমি পার্টির সদস্য, একথা জানালো দিল্লি পুলিশ। গত ১লা ফেব্রুয়ারি দিল্লির শাহিনবাগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনে হঠাৎই শুন্যে গুলি…

Avatar

শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কপিল গুজ্জর আম আদমি পার্টির সদস্য, একথা জানালো দিল্লি পুলিশ। গত ১লা ফেব্রুয়ারি দিল্লির শাহিনবাগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনে হঠাৎই শুন্যে গুলি চালায় এক যুবক। কপিল গুজ্জর নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এবার সেই কপিলকেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সদস্য বলে জানালো দিল্লি পুলিশ। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লি পুলিশের এই দাবিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যথেষ্টই চাপে পড়েছেন।

১লা ফেব্রুয়ারির ওই ঘটনায় পুলিশের হাতে প্রেপ্তার হওয়ার সময় ওই যুবক পুলিশের সামনে বলে, ‘ভারত হিন্দুরাষ্ট্র, এখানে অন্য কোনো জাতির বসবাস করার কোনো অধিকার নেই।’ সেই ঘটনার পর মঙ্গলবার দিল্লি পুলিশ এই দাবি করলো। দিল্লি পুলিশের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, কপিল ও তার বাবা ২০১৯ সালে আম আদমি পার্টিতে যোগদান করে। সে আম আদমি পার্টির সক্রিয় সদস্য। জেরার সময় কপিল স্বীকার করেছে সে আপের সদস্য, জানিয়েছে দিল্লি পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘মৃত্যুর রায় কার্যকর করুন’, দিল্লি রাজ্যসভায় ধর্ষণের দোষীদের বিষয়ে সাফ বার্তা

যদিও আপের তরফে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়। দিল্লি পুলিশের তরফে প্রকাশিত একটি ছবিতে কপিলকে বেশ কিছু আপ নেতার সাথে দেখা যায়। সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপ নেতা সঞ্জয় সিং। সঞ্জয় সিং বলেছেন, ভোটের আগে নোংরা রাজনীতি করছে বিজেপি। এসব বিজেপির চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। গুলি চালানোর সময় কপিলের গলায় জয় শ্রী রাম ধ্বনিও শোনা যায়, সেই কথা তুলে সঞ্জয় সিং বলেছেন, জয় শ্রী রাম তো বিজেপির গুন্ডারা বলে।

About Author