Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবিগুরুর ওপরে শাহের ছবিকে ঘিরে বিতর্ক,’সভায় থাকবেনা কোনও রাজনৈতিক কর্তৃপক্ষ’, সিদ্ধান্ত বিশ্বভারতীর

ক্যাম্পাসে প্রবেশের পথে বিজেপির পোস্টার ঘিরে কম হয়নি বিতর্ক। আগামীকাল অমিত শাহের অনুষ্ঠানে হাজির থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। এইদিন এমনটাই সিদ্ধান্ত নিতে দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষকে। সূত্র হতে জানা…

Avatar

ক্যাম্পাসে প্রবেশের পথে বিজেপির পোস্টার ঘিরে কম হয়নি বিতর্ক। আগামীকাল অমিত শাহের অনুষ্ঠানে হাজির থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। এইদিন এমনটাই সিদ্ধান্ত নিতে দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষকে। সূত্র হতে জানা গিয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হওয়ার জন্য স্বপন দাশগুপ্ত ছাড়া আর কেউ থাকবেন না অনুষ্ঠানে। এমনকি থাকবেন না বিজেপি নেতা অনুপম হাজরাও।

ভোটের আগে দুই দিনের বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে পালন করেছেন মেদিনীপুরের মেগা যোগদান পর্ব। তা সেরে তিনি বোলপুরে যাবেন কাল তথা রবিবার। শেষবেলায় প্রস্তুতি তুঙ্গে উঠেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। বোলপুর শহরের চারিদিকে লাগানো হয়েছে রাজনৈতিক পতাকা। রাস্তার পাশে করা হয়েছে বাঁশের ব্যারিকেড। রবিবার শহরের ডাক বাংলো মাঠ থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত চলবে পদযাত্রা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কি বিশ্বভারতীকে রাজনীতিকরণের চেষ্টা চলছে? সেই নিয়ে বিতর্ক উঠেছে তুঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতকাল বিশ্বভারতীর ক্যাম্পাসের প্রবেশপথে চোখ পড়ে অমিত শাহকে নিয়ে একটি রাজনৈতিক পোস্টার। কবিগুরু রবীন্দ্রনাথের মুখের আদলে ছিল সেখানে ক্যালিগ্রাফিও। আর তার ওপরে দেখা গিয়েছে অমিত শাহের ছবি। এই পোস্টারকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা এই বিষয়ে জানিয়েছেন,’আমি এখন বোলপুরে নেই। কে বা কারা এমন কাজ করেছ জানিনা। তবে এটি তৃণমূলের পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। আমি শান্তিনিকেতনে পৌঁছেই পদক্ষেপ নেব।” কবিগুরুর ওপরে শাহের ছবি কীভাবে? এই প্রশ্ন তুলেছে শাসক শিবির।

সূত্র হতে জানা গিয়েছে যে, বিতর্ক এড়াতেই রবিবার শাহের সভায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে অংশ নিতে না করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার যখন বোলপুরে নামবে, তখন হ্যালিপ্যাডেও থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে রাজ্যসভার সাংসদ হওয়ায় এই সভা তথা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন স্বপন দাশগুপ্ত। অন্যদিকে তিনি বিশ্বভারতীর কোর্ট মেম্বার ও বটে।

About Author