Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহকে

চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনেই আবার দেশ জুড়ে এনআরসি'র হওয়ার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সংসদে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ…

Avatar

চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনেই আবার দেশ জুড়ে এনআরসি’র হওয়ার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সংসদে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেনা। আমরা কাউকেই এখন থেকে বিতাড়িত হতে দেবোনা।’

সংসদের চলতি অধিবেশনেই পাশ হওয়ার কথা নাগরিকত্ব সংশোধনী বিল। বুধবার সেই নিয়ে আলোচনা করতে রাজ্যসভায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই ওঠে এনআরসি প্রসঙ্গ। সেখানে অমিত শাহ বলেন, ভারতের সব নাগরিকদের জন্যেই হবে এনআরসি। কোনো ধর্মের ভিত্তিতে করা হচ্ছেনা এনআরসি। নাগরিকত্ব বিল থেকেও এটি সম্পূর্ণ আলাদা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে এর কিছু সময় পরেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, ‘এনআরসি নিয়ে অনেকে মিথ্যা ছড়াচ্ছে। কারও কোথায় বিশ্বাস করবেন না। বাংলায় ওসব হতে দেবোনা। একজনকেও বিতাড়িত হতে হবেনা বাংলা থেকে।’

এরপর তিনি অসমে এনআরসি লিস্ট থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন। বলেন, অসমে স্থায়ী জেলে রাখা হয়েছে ওই ১৯ লক্ষ মানুষকে। বাংলায় এসব হবেনা বলেও আশ্বাস দেন তিনি।

About Author