Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোন বিজেপির প্রতিনিধি থাকবে না : অমিত শাহ

অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোনো বিজেপির প্রতিনিধি থাকবেনা বলে সাফ জানিয়ে দিলেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামমন্দির নির্মাণের…

Avatar

অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোনো বিজেপির প্রতিনিধি থাকবেনা বলে সাফ জানিয়ে দিলেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামমন্দির নির্মাণের ট্রাস্টে থাকবেন, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছেন সরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি দুটো বিষয় পরিষ্কার করে দিতে চাই, সুপ্রীম কোর্টের নির্দেশে গঠিত হওয়া রাম মন্দির নির্মাণের ট্রাস্টে কোনো সরকারি প্রতিনিধি থাকবেন না, এবং সরকার মন্দির তৈরিতে কোনো টাকা খরচ করবে না। মন্দির তৈরির টাকা অনুদান থেকে তুলতে হবে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

অমিত শাহ আরও বলেন, ‘সুপ্রীম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে ৯০ দিনের মধ্যে মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরি করার জন্য। আমাদের বিশ্বাস আমরা সেটা করতে পারবো।’ তিনি আরও বলেন, মন্দির তৈরির ট্রাস্টই মন্দিরটি কতদিনে শেষ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। মন্দির তৈরির জন্য ১০০ কোটি টাকার তহবিল মানুষের থেকে তোলা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

সোমবারই ঝাড়খণ্ডের একটি নির্বাচনী সভায় অমিত শাহ বলেছিলেন, আগামী চারমাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার বলেছেন, মন্দির তৈরির তহবিলের টাকা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের কাছ থেকেই পাওয়া যাবে। গত ৯ নভেম্বর রাম মন্দির নিয়ে রায় দেয় সুপ্রীম কোর্ট। শীর্ষ আদালত বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণ করার আদেশ দেয়। এই কাজ করার জন্যে ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়।

About Author