দু দিন আগেই প্রয়াত হয়েছেন এলজেপি প্রধান রামবিলাস পাসোয়ান। পাঁচ দশক ধরে তিনি ভারতের রাজনৈতিক জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ১৯৬৯ সালে প্রথমবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে তাঁকে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। সামনে বিহার নির্বাচন হওয়ার কারণে বাড়িতে থেকেই তিনি দলের কাজ করতেন। কিন্তু আজ সব ছেড়ে তিনি পরলোক গমন করলেন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
শিরোমনি অকালি দল নেত্রী হরসিমরত কৌর বাদল কৃষি আইন পাসের প্রতিবাদে গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়েছেন। বর্তমানে কেন্দ্রে এনডিএ সরকার হলেও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রইলেন মাত্র ১ জন অবিজেপি মন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাসোয়ান এবং হরসিমরতের মন্ত্রিসভা ছেড়ে যাওয়ার ফলে এখন মোদী মন্ত্রিসভায় আছেন মাত্র একজন অবিজেপি মন্ত্রী। এমনকি গত বছরই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দলের একমাত্র মন্ত্রী অরবিন্দ শাওয়ান্তকে সরিয়ে নেয় শিবসেনা। সব মিলিয়ে এখন বিহার ভোটে কি হবে সেটাই দেখার বিষয়