Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেখার হাতে নেই কোন সিনেমা, তবু বিলাসবহুল জীবনযাত্রার রহস্য কি?

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা, যিনি মাত্র চার দশকেই ১৮০ টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেত্রী। ১৯৭০ সালে "শাওন ভাদো" সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি।…

Avatar

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা, যিনি মাত্র চার দশকেই ১৮০ টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেত্রী। ১৯৭০ সালে “শাওন ভাদো” সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। আগে তাকে বছরে ৫-৬ টি সিনেমা এমনকি ৮ টি সিনেমাতেও দেখা যেতো। তবে সাম্প্রতিক সময়ে তাকে বছরে মাত্র ১ বা ২ টি ছবিতে দেখা গিয়েছে। সর্বশেষ তাকে “শমিতাভ” সিনেমায় একটি সাম্মানিক উপস্থিতিতে দেখা যায়।

তবে তার সিনেমার সংখ্যা কমলেও সেটি তার জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলেনি। তিনি আগের মতোই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। তাই সকলের মনে এখন একটাই প্রশ্ন তার আয়ের উৎস কি? একটি নয় বেশ অনেকগুলি উৎস রয়েছে তার আয়ের। আসুন জেনে নিই সেগুলি কি-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

*একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, মুম্বাইয়ের বান্দ্রা ছাড়াও, মুম্বাই এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে। সেগুলি ভাড়া দেওয়ার ফলে সেখান থেকে বেশ ভালো পরিমাণে অর্থ পান তিনি।

* তার অভিনীত কিছু কিছু সিনেমার জন্য তাকে এখনও অর্থ প্রদান করা হয়।

* একজন রাজ্যসভার সদস্য হওয়ার ফলে সেখান থেকেও কিছু সুবিধা পেয়ে থাকেন।

* বিভিন্ন ব্যাক্তিগত অনুষ্ঠানে হাজির থাকার জন্য ভালো পরিমাণে অর্থ নেন তিনি।

* বলিউডের বিভিন্ন অন-স্ক্রিন চরিত্রের পোশাকের জন্য যখন অন্যদের বিপুল অর্থ ব্যয় করতে হয়, রেখাকে তা করতে হয় না।

* তিনি খুবই সহজসরল জীবনযাপনে বিশ্বাসী। তাই অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা যেমন বিপুল পরিমাণ টাকা খরচ করে, তিনি তা করেন না।

About Author