Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: মাটির বাড়ির উঠোনে খুবই সাধারন পোশাকে অসাধারন নাচ ভাই-বোন জুটির, প্রশংসার ঝড় নেটিজেনদের

আমাদের দেশের আনাচে কানাচে অনেক প্রতিভা লুকিয়ে আছে। শুধু সঠিক গাইড আর সুযোগের অভাবে অনেকে সামনে আসতে পারেনা। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এখন কেউ কারোর ওপর নির্ভর করেনা। বরং নিজেরাই…

Avatar

By

আমাদের দেশের আনাচে কানাচে অনেক প্রতিভা লুকিয়ে আছে। শুধু সঠিক গাইড আর সুযোগের অভাবে অনেকে সামনে আসতে পারেনা। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এখন কেউ কারোর ওপর নির্ভর করেনা। বরং নিজেরাই নিজেদের প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছে। যা নিমেষে লক্ষাধিক মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। তেমনই একজন হলেন ড্যান্সার সনাতন। যে নিজের বোনের সাথে প্রণখুলে নাচে। আর সেই নাচের ভিডিও শেয়ার করে থাকে সোশ্যাল মিডিয়াতে।

একেবারে গ্রামের সাদামাটা আবহ, নেই কোন আতিশয্য তার মধ্যেই মনের আনন্দে নেচে চলেছে দুই ভাই ও বোন। মাটির বাড়ির বাইরের জমে বৃষ্টির জল। মাথার ওপর হচ্ছে বৃষ্টি। একসঙ্গে চলছে দুই ভাই বোনের মন জোড়া আনন্দ। ছবিতে বেশ ভালো রকম অভাবের চিহ্ন বোঝা যাচ্ছে তবে আনন্দে নেই কোনো খামতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নাচের জন্য সবসময় দামী পোশাকের প্রয়োজন হয় তা কিন্তু নয়। নেই আনুষঙ্গিক জিনিসপত্র আর নেই ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ড। কিন্তু যা আছে তা হল প্রতিভা আর দক্ষতা। এই ভাই বোনের জুটিতে নেই কোনো সঠিক প্রশিক্ষণও। তবে এই ভাই বোনের আছে নাচের ছন্দ। আর নিজের সেই নাচেত ছন্দের ক্ষমতায় আর সারল‍্য মন কেড়েছে বহু দর্শকদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দুই ভাই-বোনকে নাচতে দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে মুখে একরাশ হাসি নিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘বাদল বান জানা’ গানে তুমুল নাচলেন। এই নাচের শর্ট ভিডিও নিজেদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন। তারা প্রমাণ করে দিয়েছে যে অল্পের মধ্যেও পজেটিভ থাকা সম্ভব, আনন্দে থাকা সম্ভব‌। এই প্রথম নয় এর আগেও তারা দুজন মিলে নানান দুর্দান্ত নাচের প্রচুর এরকম ভিডিও শেয়ার করেছেন। হাজার হাজার মানুষ ভালোবাসা জানিয়েছেন। অনেকে এদের নাচের প্রশংসা করেছেন।

About Author