ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সোশ্যাল মিডিয়ায় সবকিছুই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আগেও সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিভার প্রকাশ মিলেছে ।তাদের মধ্যে একটি প্রতিভা হল এই ডেলিভারি বয় এর গলার গান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিওতে ডেলিভারি বয়টিকে ‘গোরি তেরা গাঁও বাড়া পেয়ারা’ গানটি গাইতে শোনা গেছে। ছেলেটির নাম প্রানজিৎ হালোই। ভিডিওটি প্রচুর লাইক ও শেয়ার পেয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসত্যি সোশ্যাল মিডিয়া এমন এক জিনিস যার মাধ্যমে সুপ্ত কিছু ট্যালেন্ট প্রকাশ পায়। অসম্ভব কাজ সম্ভব করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় আসলেই দরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন কে, যিনি এই প্রতিভা গুলির মর্যাদা করেন এবং এই সুপ্ত প্রতিভা গুলিকে সকলের কাছে তুলে ধরতে ভিডিও করে তার নিজের প্রোফাইলে আপলোড করবেন। হ্যাঁ এমন একজন মানুষের খুবই দরকার ।একবার যদি কেউ ভিডিও করে সেটা আপলোড করে দেয় তবে সোশ্যাল মিডিয়া সেটাকে খুব তাড়াতাড়ি ভাইরাল করে দেবে।
এই ডেলিভারি বয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। একজন সহৃদয় ব্যাক্তি এই ডেলিভারি বয় এর গলায় এত সুন্দর একটি গান শুনে সেটিকে ভিডিও করেন। এবং সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এবং সেটি ভাইরাল হয়ে যায়। যিনি এই ভিডিওটি শেয়ার করেছেন তার নাম অনির্বাণ চক্রবর্তী।
আপনি যদি গানটির না শুনে থাকেন তবে অবশ্যই একবার শুনুন।