Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতি মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্য, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না এই ৩ টি ওয়েব সিরিজ (Updated Web Series)

বর্তমান যুগে ব্যস্ততার জীবনে মানুষের বিনোদনের ধরনও বদলেছে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় অনেকেরই নেই। তাই বিকল্প হিসেবে এসেছে ওয়েব সিরিজ। মুঠোফোনের ছোট্ট পর্দায়ই এখন পাওয়া যায় বিভিন্ন রকমের…

Avatar

বর্তমান যুগে ব্যস্ততার জীবনে মানুষের বিনোদনের ধরনও বদলেছে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় অনেকেরই নেই। তাই বিকল্প হিসেবে এসেছে ওয়েব সিরিজ। মুঠোফোনের ছোট্ট পর্দায়ই এখন পাওয়া যায় বিভিন্ন রকমের গল্প, রোমাঞ্চ, থ্রিলার। এই ওয়েব সিরিজগুলোতে নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করার সুযোগ পাচ্ছেন। অনেকেই মনে করেন, ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেশ কয়েকটি অ্যাডাল্ট ওয়েব সিরিজ সকলের মন জয় করে নিয়েছে। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন ৩ টি অ্যাডাল্ট ওয়েব সিরিজ সমন্ধে আপনাদের জানাবো।

১) Mail Trail:

‘Mail Trail’ নামে ullu প্ল্যাটফর্মে নতুন একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। এই সিরিজের গল্প ঘোরে একটি খবরের অফিসকে কেন্দ্র করে। প্রথমেই দেখা যায়, একজন মেয়ে খবর পড়ছে। ধীরে ধীরে তার সাথে বসের একটা সম্পর্ক তৈরি হয়। একদিন খবর পড়ার সময় সে কিছু গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করে। এরপর কী ঘটে, তা জানতে হলে পুরো সিরিজটি দেখতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) Zaroorat:

Ullu অ্যাপে রিলিজ করেছে ‘জারুরাত‘ ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে কমলেশ এক প্যারালাইজড রোগী। বিছানা থেকে উঠতে পারেন না। তাকে দেখাশোনা করার জন্য একজন মহিলা আছেন তার নাম সবিতা। রোগী হলেও সবিতার শরীরী ভাঁজ দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না কমলেশ। একদিন তো সে সবিতার বুকের খাঁজে হাত দিয়ে দেয়। এরপর তাঁদের পরকীয়া সম্পর্ক শুরু হয়। ওয়েব সিরিজের প্রতি মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে কাজ করেছেন স্বরান্য কাউর, নিরাজ সিং রাজপুত, রবি মিশ্র প্রমুখরা। ওয়েব সিরিজের কিছু ঝলক দেখতে চাইলে এখানেই দেখে নিন।

৩) Seal 4:

প্রাইম শটস অ্যাপ এ ‘সীল ৪‘ ওয়েব সিরিজ রিলিজ করেছে যাতে প্রধান চরিত্রে আয়েশা কাপুর অভিনয় করেছেন। এতে একাধিক অন্তরঙ্গ বেড সিন রয়েছে যা আপনাকে অবশ্যই ঘরের দরজা বন্ধ করে দেখতে হবে। ওয়েব সিরিজ শুরু হবে একটি ছেলের বিয়ে নিয়ে। তবে ছেলের বন্ধু জানাবে যে তাঁর ঠিক করা স্ত্রী তাঁদের সাথে শারীরিক সম্পর্ক করেছিল ও তাঁর সিল ফেটে গেছে। এই শুনে মন খারাপ হয়ে যায় ছেলের। তবে বিয়ের রাতে ছেলেটি দেখে তাঁর স্ত্রী এর সীল অটুট রয়েছে। তবে এরমাঝেই আছে টুইস্ট। এরপর কি হবে জানতে এই ওয়েব সিরিজ দেখতে হবে।

About Author