আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রথাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।
অ্যাডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা
বর্তমানে দর্শকদের কাছে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন নতুন সিরিজ। এর মধ্যে অনেকগুলো সিরিজেই অ্যাডাল্ট কনটেন্ট থাকে। ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’ ইত্যাদি প্ল্যাটফর্মগুলো এই ধরণের সিরিজের জন্য বেশ জনপ্রিয়। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ওয়েব সিরিজ সমন্ধে আপনাদের জানাবো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওয়েব সিরিজের বিবরণ
সম্প্রতি উল্লু মিউজিক প্ল্যাটফর্মে রিলিজ করেছে একটি নতুন ওয়েব সিরিজ যার নাম, ‘আশুদ্ধি‘। এখানে করন নামের এক যুবক রয়েছে যে বাড়িতে একাই থাকে। তাঁর একজন গার্লফ্রেন্ড আছে। তার প্রেমিকার একদিন তাকে হঠাৎই বলে এক অন্য জায়গায় তার নামে গিয়ে খোঁজ করতে, কিন্তু কাউকে কিছু জানাতে বারণ করে দেয়। একটি বাড়িতে করন গিয়ে যখন খোঁজ করেন যে তাঁর প্রেমিকার কথা, তাঁর মা এক ঠাটিয়ে চড় মারেন। মা বলেন তার মেয়ে প্রায় গত দুবছর আগেই মারা গেছে, তিনি কি তার সঙ্গে ইয়ার্কি করছেন? কিন্তু ছেলেটি বলে দু সপ্তাহ আগেও সেই মেয়েটি তার সঙ্গে দেখা করেছে। তাহলে কি করণের প্রেমিকা প্রেতাত্মা? এরপর কি হবে? জানতে চাইলে এই ভিডিওটি এখানেই দেখে নিন।