Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ১ এপ্রিল থেকে শুরু NPR-এর কাজ, জানাল কেন্দ্র

কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে শুরু হবে NPR এর কাজ। জনগনণার এই কাজ চলবে ১ এপ্রিল থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে জনগনণা…

Avatar

কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে শুরু হবে NPR এর কাজ। জনগনণার এই কাজ চলবে ১ এপ্রিল থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে জনগনণা হবে ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

এই এনপিআর এর জন্য কি কি তথ্য দরকারী তা জেনে নেওয়া যাক-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোট ৩১টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগনণার ক্ষেত্রে। প্রথম দফা দেশের বাড়ি গণনা ও তালিকা নেওয়া। সেই কাজ সব রাজ্যকে শেষ করতে হবে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। পরের জনগণনার কাজ ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

যেসব তথ্যগুলি দরকারী, স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বাড়ির নম্বর বা ঠিকানা, সেনসাস হাউস নম্বর জানাতে হবে। এছাড়া বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে বা তলের মূল নির্মাণ সামগ্রী, বাড়ির কেমন অবস্থা, বাড়িতে মোট কতজন বাস করেন। এছাড়াও পরিবারের কর্তার নাম, লিঙ্গ, জাত।

আরও পড়ুন : পুরভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল

এছাড়া লাগবে, সেনসাসের আওতাভুক্ত বাড়ির মালিকানার কী অবস্থা, কতগুলি থাকার ঘর, কতজন বিবাহিত সদস্য, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের উৎস।

শৌচাগার আছে কিনা, তা কী ধরনের, বর্জ্য পদার্থ বেরনোর ব্যবস্থা, বাড়িতে স্নানের জন্য কোনো সুবিধা আছে কিনা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, এবং বলতে হবে কী ধরনের জ্বালানিতে বাড়িতে রান্নাবান্না হয়, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, ভ্যান আছে কিনা, কী ধরনের শস্যদানা পরিবারে খাওয়া হয় ইত্যাদি। এখনেই শেষ নয়, জানাতে হবে বাড়ির সদস্যরা কতজন মোবাইল ফোন ব্যবহার করেন।

এর মধ্যে কতজনের স্মার্টফোন, কত ডেটা ব্যবহার হয় ইত্যাদি তথ্যও। ইতিমধ্যেই, এনপিআরের কাজ শুরু করার জন্য সব রাজ্যকে চিঠিও দিয়েছেন দেশের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার বিবেক যোশি।

About Author