ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মেয়েরা ছেলেদের কাছে অনেক কথাই শুনতে চায়। কিন্তু ছেলেরা এই বিষয়ে একেবারেই বুঝতে চায় না। বলতে গেলে, তারা এসব ছোট ছোট কথাকে তেমন একটা পাত্তাও দেয় না। অথচ এই বিষয়গুলোই তাদের সম্পর্ককে আরও মজবুত করে। তো জেনে নিন এমনই কিছু কথা যেগুলো মেয়েরা ছেলেদের মুখ থেকে শুনতে চায়-
১. তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করিঃ সব মেয়েরাই তাদের প্রিয় মানুষটির মুখ থেকে একথাটি শুনতে চায়। আপনি যদি কোনো মেয়েকে বলেন যে, সে আপনার জীবনে আছে বলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন, তাহলে এটা শোনার পর মেয়েটি নতুন করে আপনার প্রেমে পড়বে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২. আমি তোমাকে ভালোবাসিঃ এই তিনটি শব্দের মূল্য অনেক বেশি মেয়েদের কাছে। আপনি যতবার আপনার প্রিয় মানুষটিকে এই কথা বলবেন ততবারই সে আপনার প্রেমে পড়বে। রাগের মুহূর্ত হোক কিংবা বিপদের সময়, এই একটি কথাই মেয়েদের মুখে হাসি আনতে যথেষ্ট।
৩. তুমিই আমার খুব ভালো বন্ধুঃ একটি মেয়ে সবসময় চায় আপনি তাকে সবচেয়ে ভালো বন্ধু ভাবুন। তাই এই কথাটিও মেয়েরা শুনতে খুবই পছন্দ করেন।
৪. তোমাকে খুবই সুন্দর লাগছেঃ মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করে। একটি মেয়ের সাজগোজ বেশিরভাগই তার প্রিয় মানুষটার জন্য হয়ে থাকে। তাই যখন আপনি তার একটু প্রশংসা করবেন সে ভীষণই খুশি হবে।
৫. তুমি খুব ভালো মা হতে পারবেঃ তোমার মধ্যে ভালো মায়ের সব গুণ আছে। এই কথা শুনলে মেয়েরা নিজেকে পরিপূর্ণ মনে করে। নিজের সঙ্গীর কাছ থেকে এমন কথা শোনার মানে হলো ‘আপনাকে সে অনেকটা শ্রদ্ধা করে’।
৬. আমার জীবনে তুমিই একমাত্র মেয়েঃ প্রত্যেকটি মেয়েই এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায়। কেউ শুধু বলার জন্য বলে আবার কেউ সত্যিকার অর্থেই বলে। কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে অনেক বেশি ‘বিশেষ’ মনে করে।