জীবনযাপন

যে স্ত্রীর এই ৪ টি গুণ আছে, তার স্বামী খুবই সৌভাগ্যবান!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : স্বামীর জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলার জন্য একজন স্ত্রীর গুরুত্ব অপরিসীম। কথায় বলে স্ত্রী অর্ধাঙ্গিনী। তাই একজন স্বামীর জীবনে তার স্ত্রীর গুরুত্ব অনেকটাই। বিশেষ করে স্ত্রীর যদি কিছু বিশেষ গুণ থাকে তাহলে সে স্বামীর জীবন আরও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। প্রাচীন ভারতীয় শাস্ত্রে স্ত্রীর এমনই ৪টি বিশেষ গুণের কথা বলা হয়েছে, যেগুলো একজন স্ত্রীর মধ্যে থাকলে, তার স্বামীকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। দেখে নিন সেই ৪টি গুণ কি কি-

Advertisement
Advertisement

১. যিনি গৃহকর্মে নিপুণাঃ গড়ূরপুরাণ অনুসারে যে সংসারে স্ত্রী গৃহকর্মে খুবই নিপুনা হন সেই সংসারে সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। সেই স্ত্রী সমাজ ও সংসারে বিশেষ সম্মান লাভ করেন, সাথে সাথে তার স্বামীর জীবনও হয়ে ওঠে খুশিতে পরিপূর্ণ।

Advertisement

২. যিনি মিষ্টভাষীঃ গড়ুরপুরাণে বলা হয়েছে যে স্ত্রী সকলের সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারো সাথে খারাপ ব্যবহার করেন না, সকলের সাথে মিষ্টি ভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারিণী। আর তার স্বামী খুবই ভাগ্যবান এবিষয়ে কোনো সন্দেহই নেই।

Advertisement
Advertisement

৩. যিনি নতুন পরিবারকে নিজের আপন পরিবার বলে মনে করেনঃ বিয়ের পর সকল মেয়েকেই নতুন বাড়িতে আসতে হয়, তার স্বামীর বাড়িতে। তাই গড়ুরপুরাণ মতে যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন, নতুন পরিবারের সমস্ত রীতিনীতি পালন করেন, তিনি গুণবতী স্ত্রী। তাই তার স্বামী সত্যিই ভাগ্যবান।

৪. যিনি স্বামীর নির্দেশ পালন করেনঃ যে স্ত্রী তার স্বামীর প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন তাঁর স্বামী খুবই সৌভাগ্যবান। গড়ুরপুরাণ মতে, যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত।

Advertisement

Related Articles

Back to top button