Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা পরবর্তীতে ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হবে গোটা বিশ্ব, অভুক্তের সংখ্যা হবে দ্বিগুণ, আশঙ্কা জাতিসংঘের

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে। করোনার জন্য বিশ্বের বেশিরভাগ দেশ জুড়েই জারি হয়েছে লকডাউন, ফলে অর্থনীতি ঠেকেছে তলানিতে। এই অবস্থায়, করোনার প্রভাবে বিশ্বজুড়ে না খেতে…

Avatar

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের আক্রমণে বিশ্বের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে। করোনার জন্য বিশ্বের বেশিরভাগ দেশ জুড়েই জারি হয়েছে লকডাউন, ফলে অর্থনীতি ঠেকেছে তলানিতে। এই অবস্থায়, করোনার প্রভাবে বিশ্বজুড়ে না খেতে পাওয়া মানুষের সংখ্যা পৌঁছাবে ২৬ কোটিতে, যা বর্তমানের দ্বিগুণ। আজ জেনেভায় এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতিসংঘের বিশ্ব খাদ্য পরিকল্পনার আধিকারিকরা।

তাদের মতে, এই মুহূর্তে বিশ্ব জুড়ে ১৩ কোটির বেশি মানুষ অনাহারে বাস করেন, করোনা পরবর্তীতে সেই সংখ্যা গিয়ে পৌঁছাবে ২৬ কোটিতে। অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে অনাহারে থাকা মানুষের সংখ্যা। বিশ্ব জুড়ে আসন্ন এই সমস্যার মোকাবিলার জন্য দ্রুত বিভিন্ন দেশ গুলিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অতিদ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে খাবারের অভাবে বিশ্ব আরও এক ভয়াবহ চিত্র দেখবে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য পরিকল্পনার আধিকারিকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব জুড়েই দেখা দিয়েছে আর্থিক মন্দা। এই আর্থিক মন্দার প্রভাব পড়বে বিশ্বের সবকটি দেশেই। উন্নত দেশ গুলি এই ধাক্কা সামলে নিলেও অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলি এবং উন্নয়নশীল দেশগুলির পক্ষে এই ধাক্কা সামলানো খুবই কঠিন হবে। এমনটাই মনে করছে জাতিসংঘ। এর আগে এক রিপোর্টে জাতিসংঘের নিয়ন্ত্রিত সংস্থা ILO জানিয়েছিল, করোনা পরবর্তীতে পৃথিবী জুড়ে কাজ হারাতে পারে ৩৩০ কোটি মানুষ। অনাহারে পড়বেন বিশ্বের কয়েক কোটি মানুষ। আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারত, ব্রাজিলের মতো দেশ গুলিতে। আজকের বিশ্ব খাদ্য পরিকল্পনার বক্তব্যেও সেইকথা আবার একবার উঠে এল।

About Author