খুদে স্কুল ছাত্রছাত্রীর জিমন্যাস্টিকে মুগ্ধ গোটা বিশ্ব! দেখুন ভিডিও

Advertisement

Advertisement

অরূপ মাহাত: প্রাথমিক স্কুলের গন্ডি না পেরোনো দুই বিষ্ময় প্রতিভা লাভলি ও আলি। থাকে খিদিরপুর অঞ্চলের এক বস্তিতে। বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতা বা বিশ্বকাপ সম্পর্কে তাদের তেমন কোন ধারনায় নেই। আর সামারসল্ট ও কার্টহুইলের কথা জানা তো তাদের ধরাছোঁয়ার বাইরে। অথচ ফেসবুকে ভাইরাল হওয়া তাদের সামারসল্ট ও কার্টহুইল দেখে মুগ্ধ দেশ বিদেশের বিখ্যাত সব জিমন্যাস্টরা। আবারও প্রমাণ হলো প্রতিভা কখনোই চাপা থাকে না।

Advertisement

বেশ কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দু জন ছাত্রছাত্রী রাস্তায় হাঁটতে হাঁটতে কী অবলীলায় সামারসল্ট ও কার্টহুইল করছে। কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে একজন যদি একের পর সামারসল্ট দিয়ে চলে তো অন্যজনও কম যায়না। কাঁধে স্কুল ব্যাগ নিয়ে কার্টহুইলে মুগ্ধ করে দর্শকদের। চোখ ধাঁধানো সেই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।

Advertisement

খিদিরপুর অঞ্চলের ভূকৈলাস রোডের পাশে একেবারে বস্তি এলাকাতে থাকা লাভলি ও আলি ছোট থেকে কোন ট্রেনিং সেন্টারের ধারে কাছেও যায়নি। অথচ তাদের জিমন্যাস্টিক দেখে আজ মুগ্ধ ভারতের ক্রিড়ামন্ত্রী কিরেন রিজিজু থেকে জিমন্যাস্টিকের রানী নাদিয়া কোমানেচি।

Advertisement

Recent Posts