ইলেকট্রিক সেগমেন্টে দারুণ ভাল কাজ করছে টাটা কোম্পানিটি। ভারতের বাজারে সবথেকে সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি এই কোম্পানির তরফ থেকেই আসে। ভারতীয় বাজারে প্রায় প্রতিদিন নতুন নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে টাটা। আশা করা যায় ভবিষ্যতেও এরকম ভাবেই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে থাকবে এই কোম্পানিটি। তবে প্রতিটি বিভাগে যে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। খুব দামি সেগমেন্টের ইলেকট্রিক গাড়ি টাটা লঞ্চ করে না। মূলত বাজেট সেগমেন্ট এর মধ্যেই টাটার ইলেকট্রিক গাড়ি থাকে। বাজেট সেগমেন্টের কথা বললে এই মুহূর্তে টাটা কোম্পানির টাটা টিয়াগো ইলেকট্রিক গাড়ির মধ্যে একটা দারুণ অপশন।
তবে সম্প্রতি জানা যাচ্ছে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। একটা সময় ভারতের অত্যন্ত জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছিল টাটা ন্যানো। আশাতীত সাফল্য না পেলেও, ভারতের বহু মানুষ টাটা ন্যানো কিনেছিলেন এবং এখনো হয়তো কয়েকজন ব্যবহার করছেন এই গাড়ি। তবে, কিছু অসুবিধা থাকার কারণে এই গাড়িটির প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তবে শোনা যাচ্ছে আবার ২০২৪ সালের প্রথম দিকে নতুন করে ভারতের বাজারে আসতে পারে টাটা ন্যানো। এখনো পর্যন্ত এই কোম্পানির তরফ থেকে এই গাড়ি লঞ্চের ব্যাপারে কোন ঘোষণা না করা হলেও, সম্ভাবনা রয়েছে এই গাড়িটি ভারতের বাজারে খুব শীঘ্রই মুক্তিপ্রাপ্ত হবে। আর যদি বাজারে আসে তাহলে এই গাড়িতে ২৮ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি থাকবে যা চার্জ হতে সময় লাগবে মাত্র ৭ ঘন্টা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅনুমান করা হচ্ছে এই ব্যাটারী প্যাকের মাধ্যমে ৩২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে এই টাটা ন্যানো ইলেকট্রিক। বৈদ্যুতিক গাড়ি হিসেবে, এটি ভারতের সাধারণ মানুষের জন্য একটা দারুণ পছন্দ হতে চলেছে। তার পাশাপাশি, এই গাড়িতে বেশ কিছু কানেক্টিভিটি ফিচার আপনি দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন, গান শুনতে পারবেন, চমৎকার একটা বিনোদন ব্যবস্থা পেয়ে যাবেন এবং তার সাথেই অন্যান্য প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এই গাড়িতে আপনি পাবেন অনেক বেশি বুট স্পেস। এছাড়াও থাকবে একটা দুর্দান্ত ড্যাশবোর্ড ডিজাইন। এই মুহূর্তে যেহেতু ভারতের বাজারেও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে, তাই আগামী ভবিষ্যতে ভারতের বাজারে টাটা ন্যানো গাড়িটিকে অবশ্যই দেখা যেতে পারে।