বর্তমানে চীন যেন মহামারীর আকারে পরিনত হয়েছে, করোনা ভাইরাসের প্রকোপে বহু মানুষ আক্রন্ত এবং মৃত্যু ছাড়িয়েছে ২৫০০ এরও বেশি।শোনা যায় চীনের হুবেই প্রদেশের উহান শহরের এক মাংসের বাজার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার। ৭০,০০০ এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হলো চীনে এই মারণ ভাইরাস ভয়াবহ আকার নিলেও ভারতেও যে ছড়িয়ে পড়বে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
চীনের বাইরে যেসমস্ত দেশে প্রধানত এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির স্বাস্থ্যসচীবদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভারত জনবহুল দেশ হওয়ার কারনে এই মারণ ভাইরাস একবার দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে ভারতেরও ভবিষ্যতে প্রবল চিন্তার কারন হবে এই ভাইরাস। ইরানের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। চীনের পর যে দেশেগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তার মধ্যে ভারত অন্যতম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিল্লির হিংসায় মৃত্যু ৩৮, গঠিত হল দু’টি বিশেষ তদন্তকারী দল
ভারত এই ভাইরাস ঠেকাতে কতটা প্রস্তুত সেই বিষয়েও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে। ইরানে যে ভয়াবহ ভাবে এই ভাইরাস তা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছে ওই সংস্থা। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীও করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।