Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TVS Apache কে টেক্কা দিচ্ছে Bajaj Pulsar N160, রয়েছে অনেক ফিচার ও দেবে ব্যাপক মাইলেজ

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ পালসার বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় এই Bajaj Pulsar বাইক। তারপর সম্প্রতি কোম্পানির নতুন চমক Bajaj Pulsar N160 ব্যাপক পছন্দ তরুণদের। এই বাইক লঞ্চ হওয়ার পর থেকে জনপ্রিয়তা ভাগ হয়ে যাচ্ছে টিভিএস অ্যাপাচির। এই বাইকের লুক ও স্পেসিফিকেশন ব্যাপক আকৃষ্ট করছে কমবয়সীদের। এই বাইকের স্পেসিফিকেশন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bajaj Pulsar N160 বাইকে ১৬৪.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, অয়েল কুলড, ফুয়েল ইনজেক্টড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ১৫.৭ PS পাওয়ার ও ১৪.৬ Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। এছাড়া এই বাইকে ডিআরএল সহ প্রজেক্টর ল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, আন্ডারবেলি কাউল, স্টবি এগজস্ট আছে। এই বাইক ৩ টি কালার অপশনে পাওয়া যায়।

About Author