সত্যি সামনে আসবে, সুশান্তের মৃত্যু নিয়ে কী বললেন মুম্বই পুলিশ? জানুন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১৪ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও অভিনেতার ফ্যানদের মনে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ যেন মানতেই পারছে না যে তিনি আত্মহত্যা করেছেন। সবার…

Avatar

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১৪ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও অভিনেতার ফ্যানদের মনে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ যেন মানতেই পারছে না যে তিনি আত্মহত্যা করেছেন। সবার মনে একটাই প্রশ্ন এত প্রতিভাবান একজন মানুষ এরকম কাজ করতেই পারে না। নিশ্চই অন্য কোনো ব্যাপার রয়েছে। এমনকি এই মৃত্যুর ঘটনায় ঠিকমত তদন্ত করছে না পুলিশ। তাই অনেকেই পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার এই পরিস্থিতিতে মুখ খুললেন মুম্বই পুলিসের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী।

এদিন অভিষেক ত্রিমুখী বলেন যে এই ঘটনায় ইতিমধ্যেই ২৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিনেতার ময়না তদন্তের যে রিপোর্ট পুলিসের হাতে এসেছে সেই রিপোর্টেও ৫জন চিকিৎসক সই করেছেন। আর রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে ঝোলার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। এছাড়াও ফরেন্সিক পরীক্ষার জন্য কিছু জিনিস পাঠানো হয়েছে, সেগুলি ফরেন্সিক টিমকে ভালো করে খতিয়ে  দেখার অনুরোধ করা হয়েছে।

এর পাশাপাশি তিনি আরও বলেন যে তিনি কেন আত্মহত্যা করেছেন? তা জানতে প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে কোনো  তথ্য সামনে উঠে আসলেই জানানো হবে। পুলিশের উপর আস্থা হারাতে তিনি বারণ করেছেন। পুলিস নিরপেক্ষ ভাবেই সব কাজ করছেন। পুলিশের উপর ভরসা রাখুন। সত্যিটাই সবার সামনে আনা হবে।