Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গঠন করা হয়েছে ট্রাস্ট, শুরু হল রাম মন্দির তৈরির কাজ

সুপ্রিমকোর্টের রায় দানের পর ঠিক হয়েছিল অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, সেই প্রক্রিয়ার আরও একধাপ এগিয়ে গেল। বুধবার কেন্দ্র থেকে তৈরি করা হয়েছে একটি ট্রাস্ট যেখানে সাধারণ মানুষ দান করতে পারবেন।…

Avatar

সুপ্রিমকোর্টের রায় দানের পর ঠিক হয়েছিল অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, সেই প্রক্রিয়ার আরও একধাপ এগিয়ে গেল। বুধবার কেন্দ্র থেকে তৈরি করা হয়েছে একটি ট্রাস্ট যেখানে সাধারণ মানুষ দান করতে পারবেন। সেই টাকাতেই তৈরি করা হবে রামমন্দির। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের ওই ট্রাস্টকে সবার আগে ১ টাকা দান করে কেন্দ্র।

ডি মুর্মু নামের এক সচিব কেন্দ্রীয় সরকারের পক্ষে দান গ্রহণ করার পরে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে দিয়েছে এই নতুন ট্রাস্ট। রামভক্তদের বিভিন্ন দান যেমন টাকা, সামগ্রী এমনকী নিঃশর্ত স্থাবর সম্পত্তিও দান করা যাবে। সুপ্রিম কোর্টের তরফে গত ৯ই নভেম্বর রামমন্দির গঠনের রায় দেওয়ার প্রসঙ্গে বলা হয়েছিল তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কেন্দ্রের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাজ্যে অর্থের অভাব, এগোবে না একাধিক আলোচিত প্রকল্প

যদিও ট্রাস্টের এখনই কোনো আলাদা অফিস নেই, অফিস তৈরি হওয়ার আগে পর্যন্ত ট্রাস্টের সমস্ত কাজকর্ম চালানো হবে ট্রাস্টের সদস্য তথা প্রবীণ আইনজীবী কে পরাসরণের বাড়ি থেকে। যতদিন না অফিস তৈরি হচ্ছে এটিই থাকবে স্থায়ী অফিস।

About Author