সম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘সংস্কারি বান্দি’ নামের একটি ইনস্টা পেজ থেকে বেশ কিছু সময় আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। ভিডিওতে একটি বিয়ের আসরে নববর বধূকে দেখা গিয়েছে। এটি যে বাঙালি বিয়ের আসর ছিল না, তা অবশ্য দেখেই স্পষ্ট হয়েছে। ভাইরাল হওয়া ঝলকে ঘোড়ায় বসে থাকতে দেখা গিয়েছিল বর বা দুলহেরাজাকে। আর তার পিছনে ঘোড়ার উপর উঠেই নাচ্ছিলেন নতুন কনে। আর সেই দৃশ্য দেখে যে আশেপাশের সকলের পাশাপাশি নেটজনতাও বেশ অবাক হয়েছেন, তা আর আলাদাভাবে বলার নয়। তবে এরপরেই যা ঘটলো! তা দেখে হাসি থামছে না কারোরই। ঘোড়ার উপরে উঠে নাচতে গিয়েই তিনি বিপত্তি ঘটিয়েছেন। বরকে সাথে নিয়েই হুড়মুড়িয়ে পড়েছেন কনে। এই দৃশ্য দেখে যে কারোরই হাসি নিয়ন্ত্রণে ছিল না, তা বলাই বাহুল্য। আপাতত, এই ভিডিওই হাসি ফুটিয়েছে নেটনাগরিকদের অধিকাংশের মুখে।
Viral: বরের ঘোড়ায় উঠে নাচতে গিয়েই ঘটল বিপত্তি, সব নিয়ে হুড়মুড়িয়ে পড়লেন কনে
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন