কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবিটি এবার মুক্তির পথে। না কোনো প্রেক্ষাগৃহে নয় এই মুভি সরাসরি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মে অর্থাৎ বাড়িতে বসেই এই ছবির আনন্দ উপভোগ করতে পারবেন সাধারন দর্শক। সুশান্ত অভিনীত সেই শেষ ছবির নাম ‘দিল বেচারা’।
লকডাউনের কারণে ইতিমধ্যেই অনলাইন প্লাটফর্ম গুলিতে ছবি মুক্তির কথা চলছে এবং একের পর এক ছবি ক্রমশ যুক্ত হচ্ছে এই তালিকায়। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে, বিদ্যা বালানের শকুন্তলা দেবী এবং অক্ষয় কুমারের ‘লক্সমি বোম’ অনলাইনে মুক্তির পথে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে সুশান্তের শেষ ছবি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি ডিজনি প্লাস হটস্টার থেকে একটি অফিসিয়াল পোস্ট করা হয়েছে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ 24 শে জুলাই মুক্তি পাচ্ছে এই প্লাটফর্মে। অসাধারণ ভালোবাসা অফুরন্ত স্মৃতির গল্প বলবে এই ছবি। আগামীকালই সুশান্ত অভিনীত এই সিনেমাটির ট্রেলার মুক্তি পাচ্ছে। স্বভাবতই সকল দর্শকদের উত্তেজনা তুঙ্গে অভিনেতার এই শেষ ছবির নিমিত্তে।
ডিজনি প্লাস হটস্টার ঘোষণা করেছেন এই ছবি থাকবে সকলের জন্য। সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার উভয়েই এই সিনেমার আনন্দ উপভোগ করতে পারবে এমনটাই জানা গিয়েছে। এই ছবিতে সুশান্তের সঙ্গে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। অপেক্ষার প্রহর শুরু হলো বলে।