টলিজগতে বরাবরই অভিনেতা ও অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকে। কখনো কোনো বড় সিনেমা, কখন বিয়ে অথবা ডিভোর্স, আবার কোনো বিবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই হয়েই থাকে। বেশ কিছুদিন আগে অভিনেত্রী শ্রাবন্তীর সাথে রোশন সিংয়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আলোড়নের সৃষ্টি হয়। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরও এক অভিনেত্রী।
জুন মালিয়া, টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। আগামী ১ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন জুন ও সৌরভ। একবারে বাঙালি নিয়মে বিয়ে করছেন জুন ও সৌরভ। সৌরভ পেশায় একজন ব্যবসায়ী। পরিবারে উপস্থিতিতে বিয়ে সারবেন বলে জানিয়েছেন জুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর আগেও বিয়ে করেছেন জুন। প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর নিজ কন্যা ও পুত্রের দায়িত্ব নেন জুন। জুন ও সৌরভের সম্পর্ক দীর্ঘদিনের। এবার সম্পর্ককে বাস্তবায়ন করার পালা। এবার নিজের নতুন ভবিষ্যতের কথা চিন্তা করতে চান তিনি।