Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রমশ কমছে জাতীয় পশুর সংখ্যা, ৮ বছরে মৃত্যু হয়েছে ৭৫০টি বাঘের

শ্রেয়া চ্যাটার্জি - গত ৮ বছরে মৃত্যু হয়েছে ৭৫০ টি বাঘের। ভারতের জাতীয় পশু বাঘ। বনে জঙ্গলে রাজকীয় ধাঁচে তার চলাফেরা। কিন্তু অন্যান্য জীব জন্তুর মত তার জীবন ও সংকটে।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – গত ৮ বছরে মৃত্যু হয়েছে ৭৫০ টি বাঘের। ভারতের জাতীয় পশু বাঘ। বনে জঙ্গলে রাজকীয় ধাঁচে তার চলাফেরা। কিন্তু অন্যান্য জীব জন্তুর মত তার জীবন ও সংকটে। কেরালার অন্তঃসত্ত্বা হাতিকে আতশবাজি খাইয়ে মেরে ফেলার ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকের কাছে পৌঁছেছে। এই ঘটনাটি যথেষ্ট কষ্টদায়ক। তবে কেন বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের উপরে এইরকমই অত্যাচার চলতে থাকে! ৭৫০ টি বাঘের মধ্যে ১৬৮ বাঘের মৃত্যু হয়েছে চোরা শিকারির কবলে।

মধ্যপ্রদেশের মৃত্যু হয়েছে ১৭৩ টি বাঘের। পশ্চিমবঙ্গেও ১০ টি বাঘের মৃত্যু হয়েছে গত ৮ বছরে। কর্নাটকে মারা গেছে ১১১ টি উত্তরাখণ্ডে, ৮৮ টি তামিলনাড়ুতে, আসামে ৫৪ টি, কেরালায় ৩৫ টি, উত্তরপ্রদেশে ৩৫টি, রাজস্থানের ১৭ টি বাঘ মারা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু কেন বার বার বন্য প্রাণীর ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে! তারা তো বন জঙ্গলে থাকে মানুষের তো কোন ক্ষতি করেনা। তবে কেন তাদের উপর এমন নির্মম অত্যাচার? পৃথিবীতে মানুষের থাকার যেরকম অধিকার আছে প্রত্যেকটি বন্যপ্রাণীর সমানভাবে থাকার অধিকার রয়েছে। কেরলের হাতিটিকে মেরে ফেলার ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ছড়িয়ে পড়েছে তাই আমরা ঘরে বসে জানতে পেরেছি। কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে যার খবর আমরা কেউ জানতে পারিনা। এগুলি বন্ধ হওয়া প্রয়োজন। বন্যপ্রাণী বন জঙ্গলের একটি অঙ্গ। তারা ছাড়া বন-জঙ্গল অসম্পূর্ণ।

About Author