ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শরীরকে সুস্থ রাখতে অনেক ধরনের খাবারই আছে। বিভিন্ন ধরনের খাবারের গুন বিভিন্ন রকম। এক একটি খাবার শরীরের এক একটি দিকের জন্য উপকারী। এরকম অনেক ধরনের খাবারের কথাই আমরা জানি। স্বাস্থ্য উপকারী অনেক ধরনের খাদ্য উপাদান এর মধ্যে আরেকটি উপাদান হলো কালোজিরে। লৌহ, ফসফেট, ফসফরাস, কেরাটিন সমৃদ্ধ কালোজিরায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারী গুন। জেনে নিন নিয়মিত কালোজিরা সেবনের কিছু স্বাস্থ্য উপকারি দিক-
১: কালিজিরার মধ্যে থাকা ইনসুলিন নিয়ন্ত্রণের উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২: কালোজিরা শরীরের সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখে। এটি বিপাকীয় ক্ষমতা বাড়িয়ে শরীরের বাড়তি মেদ ঝরাতে বিশেষ কার্যকর।
৩: হজমশক্তি ভালো রাখতে ও অ্যাসিডিটি প্রতিরোধে কালোজিরা বিশেষ উপকারী।
৪: শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীর পরিশোধিত করতে এবং স্বাস্থ্যের উন্নতি সাধনে কালোজিরা বিশেষ ভূমিকা রাখে।
৫: কালোজিরায় থাকা প্রদাহরোধী উপাদান পেশী ও গাঁটের ব্যথা কমাতে এবং গলা ব্যথা দূর করতে বিশেষ কার্যকর।
৬: কালিজিরা ব্যাকটেরিয়া ও মাইক্রোবেসের সঙ্গে লড়াই করে কোষকে ভালো রাখে। এটি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।