এদিন দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে জংপুরায় গিয়ে রাহুল গাঁধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে কটাক্ষ করেন। এদিন তিনি কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভায় গিয়ে বলেন কেন্দ্রের সরকার সবকিছু বিক্রি করে দিচ্ছে। শুধুমাত্র সরকারি বানিজ্য প্রতিষ্ঠান নয়, সাতটি আশ্চর্যের একটিও সরকার বেচে দেবে বলে বক্তব্য পেশ করেন কংগ্রেস নেতা।
এদিন তিনি কটাক্ষের সুরে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান অয়েল, এয়ার ইন্ডিয়া, হিন্দুস্তান পেট্রলিয়াম, রেল এমনকী লালকেল্লাও বিক্রি করে দিচ্ছেন। এবার শোনা যাচ্ছে তিনি তাজমহলও বিক্রি করে দেবেন। যদিও একটি কারখানাও তৈরি হয়নি, উল্টে তিনি সব বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : রাম মন্দির নির্মাণের জন্য গঠিত হয়েছে ট্রাস্ট, লোকসভায় জানালেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, প্রধানমন্ত্রী আসনে জয়ী হয়ে দারুন একটি স্লোগান দিতেন, ‘মেক ইন ইন্ডিয়া’। যখন দেশের যুবকদের জিজ্ঞেস করা হয় তারা কি করছে, উত্তরে তারা চুপ করে থাকে। কিন্তু এই যুব সমাজ কাজ করতে চায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতের যুবসমাজের প্রসংশা করেন। ভারতই একমাত্র দেশ যে চীনের সঙ্গে টক্কর দিতে পারে। জনসভায় রাহুল গাঁধী এমন কটাক্ষের পর বলেন, দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে বেকার যুবসমাজকে চাকরি দেবে তারা। আগামী ১১ ফেব্রুয়ারির জন্য অগত্যা অপেক্ষা।