ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের ঘটনায় সম্প্রতি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছিল তারপরে আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটল পড়ুয়াদের সঙ্গে। বারবার হিংসাত্মক ছবি দেখা যাচ্ছে শিক্ষা প্রাঙ্গণে। বুধবার রাতে চাঞ্চল্যকর একটি ভিডিওতে উঠে এসেছে এমনই এক ঘটনা। মারধরের এই ঘটনায় স্বপ্ননীল মুখোপাধ্যায়, ফাল্গুনী পান নামে দু’জন ছাত্র আহত হয়েছে। স্বপ্ননীল মুখোপাধ্যায় সিপিএমের নেতা।
উইকেট, কাঠের তক্তা দিয়ে হামলা চালানো হয়েছে ওই পড়ুয়াদের ওপর। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে তারা জানায় বুধবার তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয়, তারপর সন্ধ্যায় তাদের ওপর রাস্তায় হামলা করা হয়। তারা জানায় দুষ্কৃতীরা উপাচার্যের গাড়ির সাথেই বাইক চালিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসে প্রবেশ করেছিল। ঘটনাটির পেছনে রয়েছে এবিভিপি জানিয়েছে পড়ুয়ারা। এই ঘটনায় সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসএফঅাই সমর্থক। যদিও এবিভিপি এই বিষয়টিকে অস্বীকার করেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : লোকসভায় বিপুল পরিমান খরচ হওয়া স্বত্বেও বিজেপির আয় বেড়েছে ১৩৪ শতাংশ
এন আর সি, সিএএ নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদী রূপ দেখা গেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের। কিছুদিন আগে সিএএ সংক্রান্ত সেমিনারে বিশ্বভারতী যায় বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তাকে কেন্দ্র করে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ শুরু করে সেখানে, তার ফলে সেমিনার হলের ভেতরেই আটকে রাখা হয় বিজেপি সাংসদ কে। তারা ঘেরাও করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং আরো কিছু বিজেপি নেতাদের।