Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৭ই মে এর পর লকডাউন আরও বাড়ানোর পক্ষেই রাজ্য

স্টাফ রিপোর্টার: আগামী ১৭ই মে এর পর আরও লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রকে এমনই পরামর্শ দিলো রাজ্য। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের কাছে…

Avatar

স্টাফ রিপোর্টার: আগামী ১৭ই মে এর পর আরও লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রকে এমনই পরামর্শ দিলো রাজ্য। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের কাছে ১৭ তারিখের পরে আরও লকডাউন বাড়ানো হবে কিনা এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। সেই বিষয়েই অধিকাংশ রাজ্যই লকডাউনের পক্ষে মত দিয়েছে। তবে রাজ্যগুলির থেকে পরামর্শ নিয়ে চূড়ান্ত ঘোষণা কেন্দ্রই করবে। জানা যাচ্ছে, আগামী সোমবার কেন্দ্রের তরফে লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতে পারে।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ১৭ই মে এর পর লকডাউন বাড়ার কথা স্পষ্ট করে কিছু বলেননি। রাজ্য গুলির উপর সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়েছিলেন, রাজ্যগুলির মতামত শুনতে চেয়েছিলেন। সেই মতামতই পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য গুলির তরফে জানানো হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা, অসম সহ বেশিরভাগ রাজ্যই লকডাউন আরও চালিয়ে যাওয়ার পক্ষে। একেবারে লকডাউন না তুলে পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে বেশিরভাগ রাজ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও জানা যাচ্ছে, বেশিরভাগ রাজ্যই রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন গুলি বাস্তব পরিস্থিতির উপর বিচার করে ভাগ করার দাবি জানিয়েছে এবং সেক্ষেত্রে জোন ঠিক করার সম্পূর্ণ ক্ষমতা রাজ্যের উপর দেওয়ার দাবি করেছে। সম্ভবত এই দাবিতে কেন্দ্র সায় দিতে চলেছে। অরেঞ্জ এবং রেড জোনে কিভাবে দোকান-বাজার খোলা যায় সে বিষয়টাও রাজ্যের উপরেই ছাড়তে পারে কেন্দ্র। ১৭ই মে এর পর লকডাউন যে বাড়ছে একথা একপ্রকার নিশ্চিত।

About Author