Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাড্ডুকে দৌড়ে হারান অসম্ভব : বিরাট কোহলি

তড়িৎ ঘোষ : বিরাট কোহলি অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই জোর দেন ফিটনেসের উপর। নতুন সংযোজন হিসেবে দেখা যায় "ইয়ো ইয়ো" টেস্ট। নির্বাচকরা কোন খেলোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দিলেও তাকে এই…

Avatar

তড়িৎ ঘোষ : বিরাট কোহলি অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই জোর দেন ফিটনেসের উপর। নতুন সংযোজন হিসেবে দেখা যায় “ইয়ো ইয়ো” টেস্ট। নির্বাচকরা কোন খেলোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দিলেও তাকে এই ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে হয় ম্যাচ খেলার জন্য। অতীতে দেখা গেছে আম্বাতি রায়ডু দলে সিলেক্ট হলেও ইয়ো ইয়ো টেস্ট পাশ করতে না পারায় ভারতীয় দলের হয়ে খেলতে পারেননি।

ভারতীয় দলের বর্তমান সাফল্যের অন্যতম রহস্য হলো ফিটনেস। একথা ভারতীয় দলের ক্রিকেটাররাই বলেছেন। খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট থাকার ফলে লম্বা ইনিংস খেলতে পারে অনায়াসেই। বোলাররাও সর্বোচ্চ গতিতে লম্বা স্পেলে বল করতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও দুর্দান্ত ফিল্ডিং এর নমুনা প্রদর্শন করা যায় খেলোয়াড়রা ফিট থাকলে। রবীন্দ্র জাদেজার কাছে বল গেলে যে কোন ব্যাটসম্যানই রান নেওয়ার জন্য দ্বিধাবোধ করেন। বর্তমানে ভারতের সেরা ও বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।

সম্প্রতি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র জাদেজা, রিষভ পন্থ ও তার নিজের একসাথে একটি ছবি শেয়ার করে বলেন ভারতীয় দলের প্র্যাকটিসের সময় জাদেজাকে হারানো সবচেয়ে কঠিন কাজ। শুধুমাত্র জাদেজাই নয়, বিরাট কোহলির নিজে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি সহ অন্যান্য খেলোয়াড়রাও যে চূড়ান্ত ফিট তার নমুনা পাওয়া গিয়েছে।

About Author