অরূপ মাহাত: বুলেট ট্রেন নয়, প্রাধান্য পাবে কৃষকদের সমস্যা, এমনই ঈঙ্গিত দিল অবিজেপি জোটের নেতৃবৃন্দ। যার ফলে আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত মোদীর বুলেট ট্রেন চালানোর স্বপ্ন নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল। কারণ, বুলেট ট্রেন চালাতে কোনরকম অর্থ বরাদ্দ করতে রাজি নয় মহারাষ্ট্রের নতুন সরকার।
পরিবেশের উপর গুরুত্ব দিয়ে গাছ কাটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র বিকাশ আগাড়ির নেতারা। এর ফলে শুধু আর্থিক অসহযোগিতায় নয়, বুলেট ট্রেনের জন্য রেল লাইন পাততেও সমস্যার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রকে বেকায়দায় ফেলতেই মহারাষ্ট্রের নতুন সরকারের এমন পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে নতুন সরকারের পক্ষ থেকে শিবসেনা সাফ জানিয়ে দিয়েছে যে, ‘কৃষকদের ক্ষতি হবে এমন কোন পদক্ষেপ নেবে না তাদের সরকার। কৃষকদের স্বার্থে নানরের তেল শোধনাগার বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করা হবে মুম্বাইয়ের অ্যারি এলাকার গাছ কাটা।