Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বুক বাঁধছে রাজ্যে জবা চাষীরা, কালী পুজোয় জবা ফুলের দাম থাকবে চড়া

আর মাত্র কয়েকদিন তারপর কালীপুজো। আর এই কালীপুজোতে বেশি উপার্জনের আশায় বুক বাঁধছে রাজ্যে জবা চাষীরা। এবার চাষীদের আশা এবছরও জবা ফুলের দাম নবরাত্রির দামের থেকেও ছাপিয়ে যাবে। রাজ্যের ফুলচাষিরা…

Avatar

আর মাত্র কয়েকদিন তারপর কালীপুজো। আর এই কালীপুজোতে বেশি উপার্জনের আশায় বুক বাঁধছে রাজ্যে জবা চাষীরা। এবার চাষীদের আশা এবছরও জবা ফুলের দাম নবরাত্রির দামের থেকেও ছাপিয়ে যাবে।রাজ্যের ফুলচাষিরা বিশেষ বিশেষ পুজোয় ফুল বিক্রি করে অতিরিক্ত টাকা ঘরে ঢোকে তাদের মধ্যে কালীপুজো অন্যতম। এই জবাফুল সবচেয়ে বেশি চাষ হয় হাওড়া জেলায়। কালী পূজোয় জবা ফুলের দাম বৃদ্ধি সম্পর্কে রাজ্যের ফুল ও ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক নারায়ন নায়েক বলেন, শুক্রবার পাইকারি বাজারে হাজার পিস জবাফুল ৫০ টাকায় বিক্রি হয়েছে। আর এবারও দুর্গাপূজার মতো ৩০০ থেকে ৪০০ টাকায় জবা ফুল বিক্রি হবে।
About Author