Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দাম মাত্র ৬ লাখ টাকা, ভারতের বাজারে এই ৩টি SUV গাড়ি হার মানবে দামি Tayota কেও

কম্প্যাক্ট স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল সেগমেন্ট এই মুহূর্তে ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। কমদামের মধ্যে ভালো মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের জন্য স্পোর্টি ড্রাইভিং করার এই গাড়িগুলির ক্রেতা প্রতিদিন…

কম্প্যাক্ট স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল সেগমেন্ট এই মুহূর্তে ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। কমদামের মধ্যে ভালো মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের জন্য স্পোর্টি ড্রাইভিং করার এই গাড়িগুলির ক্রেতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। কিছু হ্যাচব্যাক গাড়ি এখন ভারতের গাড়ি বিক্রির তালিকায় শীর্ষে থাকলেও, ধীরে ধীরে ভারতের বাজারে প্রবেশ করতে শুরু করেছে কিছু এসইউভি। একেবারে প্রথম দিকে না থাকলেও প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই বেশ কিছু এসইউভি গাড়ি। এর মধ্যেই অন্যতম হলো মারুতি সুজুকি ব্রেজ্জা। এই গাড়িটি গত ফেব্রুয়ারি মাসে এসইউভি সেগমেন্টে শীর্ষস্থান দখল করেছিল। এর পাশাপাশি আরো কিছু মডেল রয়েছে যা গাড়ির ক্রেতারা বেশ পছন্দ করে থাকেন। চলুন সেই সমস্ত গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক।

১. Maruti Brezza – ৮.১৯ লক্ষ টাকা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িটি মোট চারটি ভেরিয়েন্টে আসে। গত অটো এক্সপোতে কোম্পানিটি তার সিএনজি ভেরিয়েন্ট প্রদর্শন করেছিল এই গাড়ির। এই ভেরিয়েন্ট খুব শীঘ্রই ভারতের বাজারে চালু করা হবে মারুতি সুজুকির তরফ থেকে। এই গাড়িটিতে ৬টি মনটন এবং ৩টি ডুয়াল টোন শেড রয়েছে। এগুলি হল – সিজলিং রেড, ব্রেভ খাকি, এক্সবারেন্ট ব্লু, ম্যাগমা গ্রে, সিজলিং রেড উইথ মিডনাইট ব্ল্যাক রুফ, ব্রেভ খাকি উইথ আর্কটিক হোয়াইট রুফ, এবং স্প্লেন্ডিড সিলভার কালার স্কিম। কোম্পানি এই গাড়িতে ১.৫ লিডার ক্ষমতা বিশিষ্ট পেট্রল ইঞ্জিন ব্যবহার করেছে যা ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এই গাড়িতে ফাইভ স্পিড মানুয়াল এবং সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স রয়েছে। এর ম্যানুয়াল ট্রান্সমিশন ভেরিয়েন্ট প্রতি লিটার ২০.১৫ কিলোমিটার পর্যন্ত এবং স্বয়ংক্রিয় ভেরিয়েন্ট প্রতি লিটারে ১৯.৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই গাড়িটির দাম ৮.১৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.০৪ লক্ষ টাকা পর্যন্ত।

২. টাটা নেক্সন

ভারতের বাজারে এই ৫ সিটের এসইউভি গাড়ি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বিগত কয়েক বছরে। এই গাড়িতে একটি ১.২ লিটার থ্রি সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১২০ পিএস শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৭০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই গাড়ির ডিজেল ইঞ্জিন ভেরিয়ান্টে একটি ১.৫ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে যা ১১০ পিএস শক্তি এবং ২৬০ নিউটন মিটার টর্ক জেনারেট করে। দুটি ইঞ্জিন ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং একটি স্বয়ংক্রিয় গিয়ার বক্স এর সাথে যুক্ত হয়। কোম্পানি দাবি করেছে এই গাড়ির পেট্রোল ভেরিয়েন্ট ১৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। অন্যদিকে ডিজেল ভেরিয়েন্ট প্রতি লিটারে ২১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এই গাড়িটি ভারতের অন্যতম নিরাপদ একটি এসইউভি গাড়ি। এই গাড়িতে গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্ট ফাইভ স্টার রেটিং রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্য গুলির মধ্যে ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম রয়েছে। এছাড়াও চাইল্ড সিট অ্যাংকরের মতো বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা এই গাড়িতে দেওয়া হয়েছে। এই গাড়ির দাম ৭.৮ লক্ষ থেকে ১৪.৩৫ লক্ষ টাকা পর্যন্ত।

৩. টাটা পাঞ্চ

ভারতের বাজারে টাটা কোম্পানির এই সস্তা সাব কম্প্যাক্ট এসইউভি গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সম্প্রতি এই গাড়ির সিএনজি মডেলের লুক সামনে এসেছে। কোম্পানি জানিয়েছে খুব শীঘ্রই এই এসইউভি বাজারে লঞ্চ করা হবে টাটা ব্র্যান্ডের তরফ থেকে। বর্তমানে এই গাড়িতে পেট্রোল ইঞ্জিন আপনারা পাচ্ছেন। এই গাড়ির পেট্রল ইঞ্জিনটি ১.২ লিটারের। এই ইঞ্জিনটি ৮৬PS শক্তি এবং ১১৩ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি একটি ম্যানুয়াল ট্রান্সমিশন এবং একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে যুক্ত। এই এসইউবি গাড়ির কাজিরাঙ্গা সংস্করণ চারটি আলাদা আলাদা ভেরিয়েন্টের সাথে আসে। এই চারটি হল pure, adventure, accomplished, creative। এই ভেরিয়েন্ট গাড়িটিকে আরও স্পোর্টি লুক প্রদান করে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬ লক্ষ টাকা থেকে। এই টাটা পাঞ্চ গাড়ির সর্বাধিক দাম ৯.৫৪ লক্ষ টাকা। যদি আপনি ১০ লক্ষ টাকার মধ্যে কোন এসইউভি গাড়ি কিনতে চান তাহলে আপনি এই গাড়িটি কিনতেই পারেন

About Author