দুই বাঘের খেলনা ভাঙ্গা প্লাস্টিকের কৌট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : জিম করবেট জাতীয় উদ্যান এ একটি ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাঘ রয়েছে তার মধ্যে দুটি বাঘ খেলা করছে একটি বিশাল বড় প্লাস্টিকের জায়গা নিয়ে, সে গুলোকে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করছে। এই ছবিটি সত্যিই বেশ লজ্জাজনক। এমন কতইনা ভয়ঙ্কর ছবি আমরা রোজ সোশ্যাল মিডিয়ায় দেখি যে প্লাস্টিকের আঘাতে কতইনা বন্য জীবজন্তু সামুদ্রিক প্রাণী মৃত্যুর মুখে চলে গেছে। প্লাস্টিক এখন আমাদের জীবনে একটি ভয়ঙ্কর রকমের ত্রাস হয়ে দাঁড়িয়েছে। সহজলভ্য ও সস্তা বলে একদিন মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছিল এ প্লাস্টিকের দ্রব্য সামগ্রী কে। আমরা এখন এক পাও চলতে পারিনা প্লাস্টিক ছাড়া। খাবার মোড়ক, প্লাস্টিক এর জলের বোতল, প্লাস্টিক এর বসার জায়গা, সর্বত্র প্লাস্টিক এসে গেছে। আর যার ফল ভোগ করছি এখন আমরা এবং এই নিরীহ বন্যপ্রাণী গুলি। এই ছবিটিতে হয়তো কোনো ভয়ঙ্কর কিছু দেখা না গেলেও ভবিষ্যতের একটা ভয়ঙ্কর কিছু ঘটনার বার্তা বহন করছে। যা সত্যিই খুব লজ্জাজনক।

Advertisement

এই ছবিটি তুলে টুইটারে এ শেয়ার করেছেন আই এফ এস পরভিন কাশোয়ান এবং তিনি লিখেছেন ‘কিছুই না কিছু বাঘ খেলা করছে প্লাস্টিক নিয়ে এবং এই উপহারটা তারা আমাদের থেকেই পেয়েছে। এবং নদী পথে এই উপহারটা তাদের কাছে গিয়ে পৌঁছেছে। বন জঙ্গল এবং সমুদ্র এই প্লাস্টিকের দূষণের জন্যই হারাচ্ছে বহু বন্যপ্রাণী কে। ‘

Advertisement


সত্যি সত্যি আমাদের জন্য খুব লজ্জাজনক একটা বিষয় যে এত সুন্দর বন্যপ্রাণী গুলোকে আমরা উপহার হিসেবে দিচ্ছি কতগুলো ভাঙ্গা প্লাস্টিক। সোশ্যাল মিডিয়া এমন অনেক ছবি দেখা যায় প্লাস্টিকের বোতল খেয়ে ফেলে কত মাছের মৃত্যু হয়েছে, তারা বুঝতে পারেনি তারা কি খাচ্ছে। পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু ঘটেছে।

Advertisement

এভাবে চলতে থাকলে পৃথিবী সত্যিই একদিন ধ্বংসের পথে যাবে । তাই মানুষেরই উচিত এর অন্য উপায় বার করা। কীভাবে সমস্ত প্লাস্টিক কে মুক্ত করে পৃথিবী কে একটা নতুন জীবন দান করা যায় তার পরিকল্পনা মানুষকেই করতে হবে।

Recent Posts