Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন উঠলেই উড়বে বিমান, যাত্রীদের জন্য নতুন ৮টি নিয়ম

লকডাউনের সময়সীমা শেষ হলেই বিমান পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ, এমনটাই জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। প্রথম দিকে ৩০ শতাংশ যাত্রী…

Avatar

লকডাউনের সময়সীমা শেষ হলেই বিমান পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ, এমনটাই জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। প্রথম দিকে ৩০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচল শুরু করা হবে। পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরানো হবে যাত্রী পরিবহন। তবে বিমান চলাচল শুরু করার আগে বিমানবন্দরে করোনা সংক্রান্ত সতর্কতার বিষয়ে নিশ্চিত হতে হবে। বিমান পরিষেবার মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তবে প্রাথমিকভাবে বিমান পরিষেবা চালু করতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেগুলি হল-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. প্রথম দফায় দেশের বড় বড় শহর ও রাজ্যের রাজধানী গুলোর মধ্যে চালানো হবে বিমান।

২. বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রীদের শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা করতে হবে।

৩. স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য জানাতে হবে যাত্রীকে।

৪. আইসোলেশন জোন তৈরি করে সন্দেহভাজন কোভিড আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে প্রতিটি বিমানবন্দরে।

৫. সামাজিক দূরত্ব মেনে চলতে হবে যাত্রীদের।

৬. কর্মীদের বিমানবন্দরে আসা-যাওয়ার জন্য গণপরিবহনের নিশ্চয়তা দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে।

৭. স্বাস্থ্য বিধি সংক্রান্ত বিভিন্ন সচেতনতা বিজ্ঞাপন, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে বিমানবন্দর চত্ত্বরে।

৮. বিমানবন্দর চত্ত্বরকে জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।

এই সমস্ত বিধিনিষেধ মেনে চালু করা হবে বিমান পরিষেবা। তবে প্রথম দিকে খুব কম সংখ্যায় চালানো হবে বিমান, এমনই ঈঙ্গিত মিলেছে এএআই সূত্রে।

About Author