Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঝাড়খন্ডের পরবর্তী CM হেমন্ত সোরেন, কংগ্রেসের থেকে ডেপুটি CM

আপাতত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে। যতগুলি আসনে জোট দল এগিয়ে আছে তাতে…

Avatar

আপাতত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ঝাড়খন্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে। যতগুলি আসনে জোট দল এগিয়ে আছে তাতে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে নতুন সরকার গঠন করতে চলেছে তারা। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রামগড় জেলার নেমরা গ্রামে ১৯৭৫ সালের ১০ই আগস্ট জন্ম গ্রহণ করেন।
২০০৫ সালে বিধানসভা নির্বাচনে দুমকা আসন থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিদ্রোহী নেতা স্টিফেন মারাণ্ডির কাছে হেরে যান তিনি।

এরপর রাজ্যসভায় ২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। ২০১০ সালে অর্জুন মুণ্ডার নেতৃত্বে বিজেপি, JMM, JDU, ASJU দলের জোট হওয়ার পর উপ-মুখ্যমন্ত্রী পদ এবং ২০১৩ সালে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ২০১৪ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বিজেপির অভিনন্দন যাত্রায় উপচে পড়ল মানুষের ভিড়

ঝাড়খণ্ডে কংগ্রেস জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ায় তারা একজন উপ-মুখ্যমন্ত্রী পদের দাবি করতে পারে। রামেশ্বর রাও, আলমগীর আলম, রাজেন্দ্র সিং মূল পদের প্রার্থী। সূত্র থেকে জানা গেছে যে দলটি নগর, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষার পদ এবং JMM র কাছ থেকে স্পিকারের গুরুত্বপূর্ণ পদটির জন্যেও দাবি করেছে।

পোর্টফোলিও বিতরণ সংক্রান্ত আলোচনাটি নির্বাচনকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছে এবং JMM নীতিগতভাবে একমত হয়েছে। তবে পোর্টফোলিও বিতরণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল শেষ হওয়ার পরেই নেওয়া হবে।

জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে বিকেল ৩টে পর্যন্ত কংগ্রেস-JMM- RJD মহাজোট উপজাতি রাজ্যে সরকার গঠন করার কথা স্থির করেছে।অন্যদিকে বিজেপি ৩১ টি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেস ১৩, JMM ২৪ এবং RJD-৩ টি আসন লাভ করে ৪১ টি আসন লাভ করার কাছাকাছি রয়েছে।

যদিও পরিসংখ্যান অনুযায়ী সকলেই আশা করছেন কংগ্রেস জোটের সরকার গঠন করার কিন্তু মুখ্যমন্ত্রী রঘুবীর দাস আত্মবিশ্বাসের সাথে বলেন বিজেপি ক্ষমতায় ফিরে আসবে। তিনি বলেন, “আমি নিশ্চিত যে আমরাই জয়ী হচ্ছি এবং বিজেপির নেতৃত্বেই সরকার গঠন করা হবে।”

About Author