টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। আমাদের ভারতীয়দের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিবাহ। বিবাহের পর প্রত্যেকটি মানুষের জীবনধারণ পাল্টে যায়। পাল্টে যায় সবরকম দায়িত্ব। শুধু পাল্টায় না বিবাহের পর সাংসারিক দায়িত্ব বেড়ে যায়। একে অপরের হৃদয়ের মিলনের সামাজিক স্বীকৃতি মেলে এই বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে। আর বিনা উৎসব, আনন্দ অনুষ্ঠান ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। ছোট হোক কিংবা বড় বিবাহ অনুষ্ঠান আবশ্যিক।আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির মানুষের বসবাস। তাই আমাদের বিয়ের অনুষ্ঠানের রীতিনীতিও প্রত্যেক জাতির আলাদা।বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি কে অবলম্বন করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। সম্প্রতি, ভাইরাল হয়ছে এইরকম একটি বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে , যেখানে বিয়ের টেনশন নয় কনের স্বতঃস্ফূর্ত আচরণ ফুটে ওঠে।
ভাইরাল ভিডিওতে দেখা যায় বিয়ের আসরেই সানি লিওনের গান চালিয়ে তুমুল নেচে ওঠে নতুন বউ। সাইয়া সুপারস্টার গানের সাথে তালে তাল মিলিয়ে নতুন বউ নিজের বিয়ের আসরেই। ভিডিওতে একজন লজ্জাবতী কনে নয় এক সতস্ফুর্ত অনেকে দেখা গেছে। যে তার নিজের বিয়ের মন্ডপ নাচে মেতে উঠেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://twitter.com/i/status/1334112082942279681
মহারাষ্ট্রে অনুষ্ঠিত একটি বিবাহ অনুষ্ঠানে ঘটেছিল এরকম ঘটনা। ভিডিওটি প্রথম নিজের টুইটার একাউন্ট থেকে প্রবীণ গাভিত নামে এক ব্যক্তির দ্বারা ভাগ করা শেয়ার করা। নিজের বিয়েতে কোনরকম লজ্জ্বা না পেয়ে বিয়ের মন্ডপে তুমুল নাচ নাচলো নতুন বউ, আর মুহূর্তেই ভাইরাল হয়ে উঠল ভিডিও।