Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন আপডেট আসছে Hero Splendor Plus-এ, টেক্কা দেবে Shine বা Platina-কেও

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

Avatar

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor Plus ভ্যারিয়েন্ট ব্যাপক জনপ্রিয়। আর হবে নাই বা কেন? এই বাইকটির এক্স শোরুম মূল্য মাত্র ৭০ হাজার ৭৯০ টাকা। সবকিছু মিলিয়ে বাইকটির অন রোড মূল্য ৮৪ হাজারের কাছাকাছি। এই Hero Splendor Plus বাইকে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৮.০২ ph পাওয়ার এবং ৮.০২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে সামনে এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। শুনে অবাক লাগলেও বিভিন্ন প্রিমিয়াম বাইকের মত এই বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাজেট মূল্যের বাইকটি এক লিটার পেট্রোলে ৮০.৬ কিলোমিটার অব্দি যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া এই বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করছে কোম্পানি। এই নতুন আপডেট বাইরে থেকে করানো গেলেও কোম্পানি এটি করে দিতে চাইছে। আসলে শীতকালে দৃশ্যমানতা কম থাকায় সেই সমস্যা সমাধান করতে কোম্পানি এবার উভয় ইন্ডিকেটরের কোয়ালিটি আপডেট করছে। এই আপডেট এলে ঘন কুয়াশার মধ্যেও বোঝা যাবে সামনে বাইক যাচ্ছে। এই নতুন Hero Splendor Plus যে ব্যাপক জনপ্রিয়তা পাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাইক লঞ্চ হয়ে গেলে ব্যাপক প্রতিযোগিতায় পড়বে Honda Shine বা Bajaj Plantina।

About Author