Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন Swift হবে দেশের ১ নম্বর গাড়ি, মাইলেজের হিসাবে টেক্কা দেবে সব কোম্পানিকে

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। সুজুকি। এই কোম্পানির Swift গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এবার জানা যাচ্ছে কোম্পানি এই গাড়ির নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে যা হাইব্রিড প্রযুক্তি নিয়ে আসছে।

জাপান মবিলিটি শোতে সুজুকি তার চতুর্থ প্রজন্মের সুইফট শোকেজ করেছে। নতুন স্টাইল ও অনবদ্য কসমেটিক আপগ্রেডেশন দিয়ে এই গাড়ি ব্যাপক আকর্ষণীয় লাগছে। এই গাড়িতে বড় গ্রিল, নতুন ধরনের বাম্পার, ডিআরএল লাইটিং হেডল্যাম্প, অ্যালয় হুইল নতুন আকর্ষণ হতে চলেছে। আপনি শুনলে অবাক হবেন যে জাপানের সুইফ্ট পেতে চলেছে অত্যাধুনিক ADAS প্রযুক্তি। তবে দামের কারণে এই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে না। ভারতের জন্য, নতুন সুইফট শুধুমাত্র ম্যানুয়াল এবং AMT বিকল্পগুলির সাথে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ হবে। নতুন সুইফট আগামী বছরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই নতুন swift গাড়িতে উন্নত ইঞ্জিন থাকবে যা ভালো পাওয়ার ডেলিভারি ও মাইলেজ দেবে। এই গাড়িতে ১.২ লিটার ৩ সিলিন্ডার NA Z12E পেট্রোল ইঞ্জিন থাকবে। আর এতে হাইব্রিড প্রযুক্তি আনা হবে। এই গাড়ির AMT ভ্যারিয়েন্ট কমপক্ষে ২৪.৫ kmpl এর মাইলেজ দেবে। পুরোনো ভার্সনের তুলনায় এই গাড়ি ১.৯৪ kmph বেশি মাইলেজ দেবে। এই গাড়িতে নতুন ধরনের ড্যাশবোর্ড, ১০ ইঞ্চির ডিসপ্লে ও নতুন এসি কনসোল দেখা যাবে। গাড়িটি ১৩ টি রংয়ের বিকল্পে আসবে যাতে ৯ টি সিঙ্গেল টোন ও ৪ টি ডুয়েল টোন আছে। এই গাড়ি লঞ্চ হলে মার্কেটের সব বাজেট মূল্যের গাড়ির সাথে প্রতিযোগিতায় পড়বে নতুন ভার্সনের Swift গাড়ির সাথে।

About Author
news-solid আরও পড়ুন